Kane Williamson Returns As Captain For Bangladesh T20Is, Know In Details

ঢাকা: প্রায় ১৩ মাস পর নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরলেন কেন উইলিয়ামসন (Kane Williamson)। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিউজ়িল্যান্ডের (BAN vs NZ) অধিনায়কত্ব করবেন উইলিয়ামসনই।

গত বছরের নভেম্বর। অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ সদ্য শেষ হয়েছে। দেশের মাটিতে ভারতীয় দলের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল নিউজ়িল্যান্ড। সেই সিরিজে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন উইলিয়ামসন। তার ১৩ মাস পর ফের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের ব্যাটন গেল উইলিয়ামসনের হাতে। 

চলতি বছরে বহুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল উইলিয়ামসনকে। আইপিএলে তিনি ছিলেন গুজরাত টাইটান্স দলে। ফিল্ডিং করার সময় পায়ের এসিএল পেশি ছিঁড়ে যায়। তারপরই অস্ত্রোপচার করাতে হয় উইলিয়ামসনকে। মাঠের বাইরে ছিটকে যান। ফেরেন বিশ্বকাপের ঠিক আগে। একটা সময় তিনি ওয়ান ডে বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন ছিল। তবে তিনি শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে ফিট হয়ে যান। তবে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডারের থ্রো করা বলে ফের চোট পান। তাঁর হাতের আঙুল ভেঙে যায়। পরে অবশ্য ফের মাঠে ফেরেন।                      

বাংলাদেশের বিরুদ্ধে নিউজ়়িল্যান্ডের টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ডেভন কনওয়েকে। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে অতিরিক্ত ক্রিকেটের ধকল থেকে বাঁচাতে। শোনা যাচ্ছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তিনি নিজেই এই সিরিজ থেকে বিরতি নিয়েছেন।

আইপিএলে পাওয়া চোট সারিয়ে ফিরে এবারই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবেন কেন উইলিয়ামসন। এছাড়া ইংল্যান্ড সিরিজে না থাকা জিমি নিশাম ও বেন সিয়ার্সকে ফেরানো হয়েছে।  কনওয়ে ছাড়া আরও বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে এই সিরিজে পাচ্ছে না নিউজ়িল্যান্ড। চোটে টি-টোয়েন্টি সিরিজে নেই লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও মিচেল ব্রেসওয়েলও। লম্বা সময় ধরে কিউয়িদের নেতৃত্ব দেওয়া টিম সাউদি আছেন।            

নিউজ়িল্যান্ডের নির্বাচিত টি-টোয়েন্টি দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ডারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সিফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আরও পড়ুন: অভিষেক ম্যাচেই সফল সুদর্শন, দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ODI সিরিজে এগিয়ে গেল ভারত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে