Mamata Banerjee: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা ছুতো, রাজনৈতিক সফরে দিল্লি গেছেন মমতা: শমীক

দিল্লি যাওয়ার আগে প্রশাসনিক নয়, রাজনৈতিক বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি কেন্দ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছেন তা ভিত্তিহীন। সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

শমীকবাবু বলেন, ‘মুখ্যমন্ত্রী রাজনৈতিক বক্তব্য রেখেছেন, প্রশাসনিক বক্তব্য নয়। মুখ্যমন্ত্রীর এই যাত্রা কিন্তু প্রশাসনি। মুখ্যমন্ত্রী যদি অংক করে বুঝিয়ে দিতে পারতেন টাকাটা বকেয়া। বা রাজ্য সরকার কেন্দ্রের সমস্ত নির্দেশ মেনে চলা সত্বেও বঞ্চনা হচ্ছে তাহলে অবস্থার পরিবর্তন হত। তার সঙ্গে যদি কোনও সচিব যেতেন অর্থমন্ত্রী যেতেন বিষয়টি বোঝা যেত। কিন্তু তিনি সঙ্গে করে যাঁকে নিয়ে যাচ্ছেন তাতে বোঝা যাচ্ছে এটা রাজনৈতিক প্রক্রিয়া মাত্র’।

কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর গেরুয়াকরণের চেষ্টার অভিযোগ খারিজ করে শমীকবাবু বলেন, ‘কবে কোথায় গেরুয়াকরণের কথা বলা হয়েছে সেটা মুখ্যমন্ত্রী নির্দিষ্টভাবে মানুষকে বলুন’।

রবিবার বিকেলে ৪ দিনের দিল্লি সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের একবার বঞ্চনার অভিযোগে সরব হন তিনি। সোমবার দিল্লিতে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা মমতার। মঙ্গলবার INDI জোটের বৈঠকে যোগদান করার কথা তাঁর। বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সামনে আরও একবার রাজ্যের দাবি দাওয়া তুলে ধরবেন তিনি।