RIP Mumbai Indians Trends On X As Fan Outrage Following Rohit Sharma’s Removal As Captain Continues

মুম্বই: গত মাসেই আইপিএলের ট্রেড উইন্ডো খোলা থাকাকালীন গুজরাত টাইটান্সের খেতাবজয়ী অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) দলে ফিরিয়ে এনে বড় চমক দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। গত শুক্রবার, রোহিত শর্মার (Rohit Sharma) বদলে তাঁকে আসন্ন মরশুমের জন্য দলের অধিনায়ক পদেও নিয়োগ করে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি। তবে রেকর্ড আইপিএল চ্যাম্পিয়নদের এই সিদ্ধান্ত দলের সমর্থকদের একাংশ একেবারেই মেনে নিতে পারছেন না। তাঁরা দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ জাহির করতেও পিছপা হননি। সেই ধারা  অব্যাহত। রবিবার, ১৭ ডিসেম্বর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ‘RIP Mumbai Indians’ ট্রেন্ড করতে শুরু করে।

 

 

 

 

 

রোহিতকে অধিনায়ক হিসাবে সরানোর সিদ্ধান্ত ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই চার লক্ষ ফলোয়ার কমে যায়। এক হতাশ মুম্বই সমর্থক তো ক্ষোভ প্রকাশ করতে গিয়ে মুম্বইয়ের জার্সিতে আগুন পর্যন্ত লাগিয়ে দেন। সুতরাং, রোহিতেকে সরানোটা যে পল্টন সমর্থকরা ভালভাবে মেনে নিচ্ছে না, তা বলাই বাহুল্য। জল্পনা শোনা যাচ্ছে আসন্ন মরশুমের পর রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আর নাও খেলতে পারেন।

ইতিমধ্যেই রোহিতের বয়স ৩৬ পেরিয়েছে। তার উপর আবার ২০২৫ সালে আইপিএলের মেগা নিলাম আয়োজিত হতে চলেছে। নিয়ম অনুযায়ী যে কোনও ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামের আগে সর্বাধিক চার ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যার মধ্যে তিনজন ভারতীয় এবং একজন বিদেশি। নেতৃত্ব বদলের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে মুম্বই ইন্ডিয়ান্স রোহিতকে মধ্যমণি করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে না। তাঁর বয়সও হয়েছে। তাই পল্টনরা তাঁরা আদৌ আর রিটেন করবে কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: জাতীয় দলে খেলেননি, অথচ পাঁচ তরুণকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেতে পারে আইপিএলের নিলামে