Working Woman: রোজ গেলে কী হয়? মাসে দুবার শ্বশুরবাড়ি যেতেন চাকুরে বউ, মামলা করলেন স্বামী

এক ব্য়ক্তি সুরাট পারিবারিক আদালতে মামলা করেছিলেন। তিনি দাবি করেছিলেন স্ত্রীকে তাঁর সঙ্গে রোজ থাকতে হবে। আসলে ওই মহিলা চাকরি করেন। মাসে দুবার করে সপ্তাহ শেষে স্বামীর কাছে আসতেন ওই মহিলা। স্বামীর দাবি, প্রথম সন্তান হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে তার বাবা মায়ের সঙ্গে থাকেন স্ত্রী। কাজের কথা বলে তিনি বাবার বাড়িতেই থেকে যেতেন। কেবলমাত্র দ্বিতীয় আর চতুর্থ সপ্তাহের শেষে স্বামীর কাছে আসতেন। এর জেরে তার শিশুর স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব পড়তে শুরু করে। 

তবে স্বামীর অভিযোগ খারিজ করে স্ত্রী জানান সপ্তাহে দুবার তিনি শ্বশুরবাড়িতে যান। দুবার গেলে কি দাম্পত্য়ের অধিকার থাকে না?  

তবে পারিবারিক আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়েছে। তাদের দাবি গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে শুনানি হওয়া দরকার। এদিকে এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। তিনি বলেছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি আসতেন স্বামীর কাছে। 

তবে বিচারপতি ভিডি নানাবতী বলেন, যদি স্বামী তার স্ত্রীকে বলেন আমার কাছে এসে থাকো তবে দোষের কী আছে? তাঁর কি মামলা করার অধিকার নেই? ২৫ জানুয়ারি স্বামীর জবাব চেয়েছে আদালত। 

আসলে ওই মহিলা কর্মরতা। তিনি মাসে দুবার স্বামীর কাছে আসতেন। এটা নিয়েই আপত্তি তুলেছিলেন স্বামী। কেন রোজ স্ত্রী স্বামীর সঙ্গে থাকবেন না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে স্ত্রী জানিয়েছিলেন তিনি মাসে দুবার করে যান। তবে স্বামী তাঁর দাম্পত্য অধিকার প্রতিষ্ঠার আবেদন জানিয়ে আদালতে গিয়েছিলেন। বিচারপতি ভিডি নানাবতী বলেন, যদি স্বামী তার স্ত্রীকে বলেন আমার কাছে এসে থাকো তবে দোষের কী আছে?