কেন সুপারিশপত্র প্রত্যাহার, SSCর তৃতীয় হলফনামাতেও সন্তুষ্ট নয় হাইকোর্ট

কার নির্দেশে বরখাস্ত হয়েছেন জালিয়াতি করে চাকরি পাওয়া প্রার্থীরা? আদালতের নির্দেশে তৃতীয় হলফনামাতেও তা স্পষ্ট করতে পারল না SSC. সোমবার SSCর হলফনামায় অসন্তোষ প্রকাশ করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বুধবারের মধ্যে অবস্থান স্পষ্ট করার শেষ সুযোগ পাবে তারা। সেদিনও বিষয়টি স্পষ্ট করতে না পারলে কড়া পদক্ষেপ করবে আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি চলছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু চাকরি কার নির্দেশে বাতিল হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে আদালতে। আদালতের নির্দেশে SSC বাধ্য হয়ে সুপারিশপত্র বাতিল করেছে না কি নিজেদের ত্রুটি স্বীকার করে স্বতঃপ্রণোদিত হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি এখনো স্পষ্ট নয়। হলফনামা দিয়ে SSCকে আদালতে বিষয়টি স্পষ্ট করতে নির্দেশ দেয় বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চ।

প্রথম হলফনামায় বিষয়টি স্পষ্ট না হওয়ায় গত বুধবার ফের SSC-কে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই হলফনামাতেও সন্তুষ্ট হয়নি আদালত। এর পর সোমবার তৃতীয় হলফনামা দিতে বলে হাইকোর্ট। সোমবার সেই হলফনামাতেও সন্তুষ্ট হননি বিচারপতিরা। এদিন আদালত বলে, মাথায় বন্দুক ঠেকিয়ে কাজ করানো হয়েছে এই অভিযোগ যেন না ওঠে।

বিচারপতিরা আরও জানিয়েছেন, এব্যাপারে SSC তার অবস্থান স্পষ্ট করতে ব্যর্থ হলে কড়া পদক্ষেপ করবে আদালত। এবার দেখার বুধবার কী অবস্থান নেয় SSC.