Sharad Pawar: ‘অতো বৃদ্ধ নই, এখনও কিছু লোককে সিধে করে দিতে পারি’, বললেন শরদ পওয়ার, লক্ষ্য কাকে

এখনও তিনি অতো বৃদ্ধ হননি। কিছু লোককে এখনও ‘সোজা করে দিতে পারেন’। এক সমাবেশে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। খেদ-রাজগুরুনগরের চরহোলি খুর্দ গ্রামে একটি গরুর গাড়ি প্রতিযোগিতার উদ্বোধন করছিলেন পওয়ার। সেই অনুষ্ঠানেই তিনি এই মন্তব্য করেন।

এনসিপি প্রধান বলেন, ‘কিছু লোক আমার বয়স নিয়ে কথা বলছেন। আমি আপনাদের জানাতে চাই যে আমি এত বয়স্ক নই। এখনও আমার কিছু লোককে সোজা করার সোজা করার ক্ষমতা আছে।’

গত ১২ ডিসেম্বর তিরাশিতে পা দিয়েছেন পওয়ার। এই মন্তব্য তাঁর ভাইপো এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে লক্ষ্য করে বলে মনে করা হচ্ছে। কারণ চলতি বছরের মাঝামাঝিতে অজিত মন্তব্য করেন, বয়েসের কারণে তাঁর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত।

(পড়ুন। তৃণমূলের আসন সমঝোতা সূত্র মেনে নেবে কি কংগ্রেস? নজর ‘ইন্ডিয়া’-র বৈঠকে) 

এনসিপিতে বিভাজনের পরে জুলাই মাসে অজিত পওয়ার মুম্বইয়ে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানেই তিনি বলেন, বয়সের কথা বিবেচনা করে শরদ পওয়ারের রাজনৈতিক উপদেষ্টার ভূমিকা নেওয়া উচিত।

এর প্রেক্ষিতে এনসিপি প্রধান রবিবার বলেন, ‘কিছু লোক বলছে যে আমি বুড়ো হয়ে গেছি। তারা আমার মধ্যে এমন কী দেখছে যে এই ধরনের মন্তব্য করছে?’ আমার এখনও ক্ষমতা আছে,যদি আমরা সবাই একত্রিত হই তবে বিরোধীদের একটা শিক্ষা দিতে পারব।’

পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গ

এদিন এনসিপি সুপ্রিমো পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার কৃষকদের সাহায্য করার পরিবর্তে তাদের সমস্যা বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন,’আজ যারা ক্ষমতায় আছে তারা কৃষকদের ভালোবাসে না। খেদে বিপুল সংখ্যক কৃষক পেঁয়াজ উৎপাদন করে, কিন্তু ভাল দাম দেওয়ার দায়িত্ব যাদের, তারা সেভাবে নজর দিচ্ছে না। উল্টে তারা কর আরোপ করেছে এবং নিষেদ্ধাজ্ঞা জারি করেছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের তৈরি এই সমস্যাগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমি আপনাদের সবাইকে আশ্বাস দিচ্ছি যে আমাদের ঐক্যের শক্তিতে আমরা মহারাষ্ট্রের চিত্র পাল্টে দেব। আমরা তা না করা পর্যন্ত বিশ্রাম নেব না।’