Tata Steel Kolkata 25K: Ebenyo, Sutume Win In Style In Kolkata Marathon

কলকাতা: টাটা স্টিল কলকাতা ২৫ কিমি ম্যারাথনকে (TATA Steel 25K marathon) ঘিরে উৎসবের চেহারা নিল রবিবার ভোরের রেড রোড। এবারের কলকাতা ম্যারাথনের ৭টি ক্যাটাগরি ছিল। আন্তর্জাতিক মঞ্চের নামকরা রানারদের পাশাপাশি অংশ নিয়েছিলেন দেশের তারকা রানারাও। ম্যারাথনকে ঘিরে বসেছিল চাঁদের হাট। অলিম্পিক্সে রুপোজয়ী কলিন জ্যাকসন থেকে শুরু করে কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী, অভিনেত্রী কৌশানি, হাজির ছিলেন বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররা।

রবিবার ভোর বেলা কলকাতা ম্যারাথন শুরু হয়। ১১তম টাটা ম্যারাথনে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ছিলেন দেবাশিস কুমার। রবিবার কলকাতার শীতলতল দিন এই মরসুমের। ১৩ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

ভোর রাত থেকেই প্রতিযোগীরা উপস্থিত হয়েছিলেন। রেড রোড থেকে এই ম্যারাথন শুরু হয়। বেলা পর্যন্ত চলে এই কলকাতা ম্যারাথন। সকালে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যপাল, মন্ত্রী ও অন্যান্যরা। সাংবাদিকদের সামনে রাজ্যপাল বোস বলেছেন, “ভারত দৌড়চ্ছে, কলকাতা দৌড়চ্ছে, বাংলা দৌড়চ্ছে, পুরো পৃথিবী দৌড়চ্ছে। আমরা সকলে দৌড়চ্ছি একতা, শান্তি,সম্প্রীতির জন্য।”

রাজ্যপালের কথায়, রাজনীতি খেলাধুলার মধ্যে প্রবেশ করলে গন্ডগোল বাধে। তাই সকলের মধ্যে ‘স্পোর্টসম্যান’ স্পিরিট থাকা প্রয়োজনীয়। অপরদিকে, সুজিত বসু বলেন, “শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোনও কাজ ভাল হয় না। এখানে যাঁরা প্রতিযোগী তাঁরা সবাই প্রথম হবেন এমন কোনও ব্যাপার নেই। কিন্তু অংশগ্রহণ করাই বড় ব্যাপার। একদিন দৌড়লে হবে না, রোজ দৌড়তে হবে।”

ম্যারাথনে অংশগ্রহণ করেছেন প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষ। সেই কারণে রবিবার সকাল থেকে বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। সঙ্গে চলছে যান নিয়ন্ত্রণও। রাত ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ রেড রোড। ভোর চারটে থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ মেয়ো রোড, মেয়ো রোড, নিউ রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন, ডাফরিন রোড, এজেসি বোস রোড( এক্সাইড থেকে হেস্টিংস রোড) সহ আরও গুরুত্বপূর্ণ রাস্তা।                                 

আরও পড়ুন: অভিষেক ম্যাচেই সফল সুদর্শন, দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে ODI সিরিজে এগিয়ে গেল ভারত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে