কামিন্স নয়, আইপিএলের সবচেয়ে দামি স্টার্ক

স্যাম কারানের ১৮ কোটি ৫০ লাখ রুপির রেকর্ড ভেঙে প্যাট কামিন্স হয়েছিলেন আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়। ঘণ্টাখানেকের মধ্যে তার রেকর্ডও ভেঙে গেলো। তারই সতীর্থ মিচেল স্টার্ক হয়ে গেলেন সবচেয়ে দামি। অস্ট্রেলিয়ার পেসারকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। গুজরাট টাইটান্সের ২০ কোটি ৫০ লাখ রুপির ডাক কেড়ে নেয় কলকাতা নাইট রা্ইডার্স। তাতেই সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা পান স্টার্ক। ওখানেই শেষ নয়। একসময় ২৪ কোটি রুপিও ছাড়িয়ে যায়। আরও ৫০ লাখ রুপি বাড়িয়ে বলেছিল গুজরাট। কিন্তু একজন পেসারের জন্য মরিয়া থাকা কলকাতা হার মানেনি। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে নিজেদের করে নেয় দুইবারের চ্যাম্পিয়নরা।

২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল স্টার্কের। ৯ কোটি ৬০ লাখ দাম ওঠা পর্যন্ত লড়াইটা ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। তারপর যোগ দেয় গুজরাট ও কলকাতা। সরে দাঁড়ায় মুম্বাই, দিল্লি। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় দুই দল ভেঙে দেয় সর্বকালের রেকর্ড।

স্টার্ক সবশেষ আইপিএল খেলেছেন ২০১৫ সালে। ২০১৪ ও ২০১৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭ ম্যাচে ৩৪ উইকেট নেন বাঁহাতি পেসার।

বিস্তারিত আসছে…