বড়দিনে মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো, সূচিতে ব্যাপক রদবদল নিয়ে জারি বিজ্ঞপ্তি

আর হাতে মাত্র পাঁচ দিন। তারপরই বড়দিন। এখন থেকেই বাহারি আলোর সাজে সেজে উঠতে শুরু করেছে পার্ক স্ট্রিট। তারই মধ্যে বড়দিন উপলক্ষ্যে মেট্রো পরিষেবায় চমক দিল মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর পক্ষ থেকে জারি করা হয়েছে বিবৃতি। আর তাতে বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর মেট্রোর সংখ্যা কমলেও মিলবে মাঝরাত পর্যন্ত। ২৮৮টি মেট্রোর পরিবর্তে চলবে ১৯৪টি মেট্রো রেল। তবে বড়দিনের রাতে যাঁরা যাতায়াত করতে চান, উৎসবে মেতে উঠতে চান তাঁদের জন্য রয়েছে খুশির খবর। আর এই পরিষেবা শুরু হবে একটু দেরিতে। সারাদিন ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো। চলবেও কম সংখ্যায়। কিন্তু ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা উপলক্ষ্যে সকাল থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।

এদিকে মেট্রো রেল সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর কবি সুভাষ থেকে দমদম– দক্ষিণেশ্বর রুটে বাড়তি মেট্রো চালানো হবে। আপ ও ডাউন মিলিয়ে মোট ২৩৪টি মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ ডিসেম্বর মাঝরাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। মধ্য কলকাতার পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায় ওই দিন বড়দিনের উদযাপনে যাঁরা সামিল হবেন তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যস্ত সময়ে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রো পরিষেবা মিলবে। সন্ধ্যায় এই সূচি মেনে মেট্রো পরিষেবা মিলবে। আসলে পার্ক স্ট্রিট এলাকায় সেদিন রাস্তায় কাতারে কাতারে মানুষ নামবেন। হোটেল, রেস্তোরাঁ সব খোলা থাকবে। তাই আনন্দ করে ফিরতে অসুবিধা হবে না।

অন্যদিকে আলোর রোশনাই, হিমেল হাওয়া, শীতের পরশে মানুষ নেমে পড়বেন বড়দিন পালন করতে। তখন তো আর সময়ের দিকে লক্ষ্য থাকে না। আনন্দে সময় কেটে যায় নিজস্ব গতিতে। তারপর যখন চোখ পড়ে গড়িতে তখন মাঝরাত। ফেরা হবে কেমন করে?‌ এই প্রশ্ন মনে দেখা দিতেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে এবার আর পড়বে না। মেট্রোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর ৮টা ৫৫ মিনিটে দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো চলবে। আর সকাল ৯টা নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো পরিষেবা মিলবে। সকাল ৯টা নাগাদ দমদম থেকে কবি সুভাষ মেট্রো থাকছে। সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো মিলবে। সুতরাং দেরিতে চলবে মেট্রো।

আরও পড়ুন:‌ ‘‌গরিবদের টাকা আটকে রাখবেন না’‌, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

এছাড়া কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো চলবে রাত ১১টায়। আর কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো ছাড়বে রাত ১১টা নাগাদ। সুতরাং বেশি রাতে মেট্রো পরিষেবা মিলবে। বড়দিন উপলক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খুশি হবেন যাত্রীরা।