IPL Auction 2024: Mustafizur Rahman Becomes Only Cricketer From Bangladesh To Get Team In IPL, CSK Bought Him For 2 Cr

দুবাই: পরের আইপিএলে (IPL) একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসাবে খেলবেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তাঁকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস (CSK)। তাঁকে নিয়ে আর কোনও দল দর হাঁকেনি। মহেন্দ্র সিংহ ধোনিদের সামনে এবার খেতাব রক্ষার লড়াই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল শর্তসাপেক্ষে ক্রিকেটার ছাড়বে তারা। তবে একজন ক্রিকেটারকে নিয়ে বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তিনি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোর্ড জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজুর। তবে আইপিএলের শেষ লগ্নে পাওয়া যাবে না মুস্তাফিজুরকে। পাশাপাশি তাস্কিন আমেদ ও শোরিফুল ইসলামকে পাওয়া যাবে না বলে আগাম জানিয়ে দিয়েছে বিসিবি। আইপিএলের মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। তাই শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে ওই সময় পাওয়া যাবে না। তবে আইপিএলের শেষ লগ্নে পাওয়া যাবে না ধরে নিয়েও, মুস্তাফিজুরকে নিল ধোনির দল। বাংলাদেশের আর কোনও ক্রিকেটার ২০২৪ সালে আইপিএলে খেলবেন না।

 

নিলামে যে একজন বিদেশি পেসারের জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স (KKR), সেই ইঙ্গিত ছিলই। কিন্তু প্যাট কামিন্সকে নিয়ে যখন দড়ি টানাটানিতে গেল না নাইটরা, অনেকেই ভেবেছিলেন, হয়তো কৌশল বদলেছে কেকেআর।

কিন্তু কেকেআর ঝাঁপাল মিচেল স্টার্ককে (Mitchell Starc) পেতে। তীব্র লড়াই হল গুজরাত টাইটান্সের সঙ্গে। এবং রেকর্ড দাম উঠল বাঁহাতি পেসারের।যেদিন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স রেকর্ড অর্থে, ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিলেন, সেদিন নতুন কীর্তি গড়লেন স্টার্ক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হয়ে উঠলেন স্টার্ক। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর। 

নিলামে অজ়ি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজ়ি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন।                        

আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে