IPL Auction: No Cricketers From Bengal Sold At IPL Auction At Dubai, Know In Details

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলের (IPL Auction) ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে ১৯ ডিসেম্বর তারিখটি। প্রথমে প্যাট কামিন্সের (Pat Cummins) রেকর্ড ২০ কোটি ৫০ লক্ষ টাকা দামে সানরাইজার্স হায়দরাবাদে যাওয়া। তারপর কামিন্সের স্বদেশীয় মিচেল স্টার্কের (Mitchell Starc) সেই রেকর্ডও ভেঙে দেওয়া একই দিনে। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসারকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। যা আইপিএলের ইতিহাসে নতুন মাইলফলক।

প্রদীপের নীচে অন্ধকারের মতো, নিলামে বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য! এই প্রথম আইপিএলের নিলামের আসর বসেছে ভারতের বাইরে। বাংলার ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, যদি রাজ্যের দু-একজন ক্রিকেটারও দল পায় আইপিএলে। কিন্তু মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনায় হতাশার ছবিটা অপরিবর্তিত। বাংলার কোনও ক্রিকেটারকে নিয়েই নিলামে আগ্রহ দেখাল না কলকাতা নাইট রাইডার্স। বাংলার ক্রিকেটারদের নেয়নি বাকি ৯ দলও।

আইপিএল নিলামে বাংলার মোট ৯ জন ক্রিকেটার নাম দিয়েছিলেন। ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, শাকির হাবিব গাঁধী, মহম্মদ কাইফ, রবি কুমার, কৌশিক মাইতি ও শশাঙ্ক সিংহ। তাঁদের মধ্যে তিনজনের নাম নিলামের টেবিলে উঠেছিল। ঈশান পোড়েল, মহম্মদ কাইফ ও শশাঙ্ক সিংহ। কিন্তু কাউকে নিয়েই আগ্রহ প্রকাশ করেনি দশ দল।

তিনজনের মধ্যে ঈশান আগে আইপিএল খেলেছেন। বাংলার ডানহাতি জোরে বোলার পৃথ্বী শ-য়ের নেতৃত্বে ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলে ছিলেন। পাঞ্জাব কিংসে ছিলেন। তবে তাঁকে রিটেন করেনি প্রীতি জিন্টার দল। এবার নিলামে অবিক্রিত রয়ে গেলেন। একইভাবে অবিক্রিত থেকে গেলেন জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফও। দাদার মতোই ডানহাতি জোরে বোলার কাইফ। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বিজয় হাজারে ট্রফিতে বাংলার পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন। কিন্তু আইপিএলের দশ দলই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে রাখল। শশাঙ্ক সিংহও অবিক্রিত রয়ে গেলেন। বাকি ৬ ক্রিকেটারের তো নামই উঠল না নিলামে!

বাংলার ক্রিকেটারদের মধ্য়ে মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহাকে রিটেন করেছেন গুজরাত টাইটান্স। যদিও ঋদ্ধি এখন ত্রিপুরার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। মুকেশ কুমার ও অভিষেক পোড়েলকে রিটেন করেছে দিল্লি ক্যাপিটালস। আকাশ দীপকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর শাহবাজ আমেদকে ট্রেডিং উইন্ডোতে সানরাইজার্স হায়দরাবাদকে দিয়েছে আরসিবি। সব মিলিয়ে ১০ দলে মাত্র ৬ জন ক্রিকেটার!

বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি নিলামের আগেই আক্ষেপ করেছিলেন, ‘ট্রফি না পেলেও গত কয়েক মরশুম সব ধরনের ক্রিকেটে সবচেয়ে ধারাবাহিকভাবে খেলছে বাংলা। অথচ আইপিএলকেই একমাত্র মাপকাঠি মনে করা হয়। সেখানে বাংলার ছেলেরা ব্রাত্যই থাকছে।’ আইপিএলে বাংলার ক্রিকেটারদের ব্রাত্য থাকা নিয়ে সরব হয়েছেন প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লও। কিন্তু তাতে ছবিটা বদলায়নি।

বাংলা ক্রিকেট যে তিমিরে ছিল, সেখানেই রয়ে গিয়েছে…

আরও পড়ুন: আইপিএল নিলামের সমস্ত আপডেট জানতে ক্লিক করুন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে