Kalyan Banerjee mimicry row: ধনখড়কে নকলের শাস্তি? মমতা ‘বাদ’ দিতে কল্যাণ বললেন ‘মোদীও সংসদে মিমিক্রি করেছেন’

জগদীপ ধনখড়কে নকল করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বুধবার নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদের বৈঠকে কল্যাণকে না থাকায় সেই জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে নাম ছিল কল্যাণের। কিন্তু শেষমুহূর্তে তাঁর নাম বাদ পড়েছে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়কে নকল করা নিয়ে যে বিতর্কে জড়িয়েছেন, তার জেরেই তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। যদিও বিষয়টি নিয়ে তৃণমূলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি এড়িয়ে গিয়েছেন মমতা। আর কল্যাণ নিজে দাবি করেছেন যে ধনখড়ের ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল। তাছাড়া মিমিক্রি একধরনের শিল্প। যা করেছেন প্রধানমন্ত্রী মোদীও।

বুধবার মোদী-মমতা বৈঠকের মধ্যেই নয়া সংসদ ভবনের বাইরে কল্যাণ বলেন, ‘মিমিক্রি একধরনের শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই লোকসভায় মিমিক্রি করেছিলেন। আমি আপনাদের ভিডিয়োও দেখানো হয়। ২০১৪ -২০১৯ সালের মধ্যে উনি লোকসভায় করেছিলেন। কিন্তু প্রত্যেকেই বিষয়টা হালকা চালে নিয়েছিলেন। কেউ যদি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেন, তাহলে আমি অসহায়।’

পরে মোদীর সঙ্গে বৈঠকের শেষে কল্যাণের উপহাস বিতর্ক নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে তিনি দূরত্ব তৈরি করার চেষ্টা করেন। মমতা বলেন, ‘এই সব বিষয়ে আমি কিছু জানি না। এই বিষয়ে কোনও কথা বলব না। আমি সংসদীয় কমিটির কাজে হস্তক্ষেপ করি না। আপনারা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়ানের সঙ্গে কথা বলে নেবেন।’