Modi Mamata Meet: দীর্ঘতম রাতের আগে মোদীর মুখোমুখি মমতা, বেরিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?

রাজ্যের বকেয়া মেটানোর দাবি নিয়ে দিল্লিতে নব সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০ মিনিটের সাক্ষাতে মমতার সঙ্গে ছিলেন লোকসভা ও রাজ্যসভায় তৃণমূলের ৯ জন সাংসদ। বৈঠক শেষ করে মমতা জানান, প্রধানমন্ত্রীকে রাজ্যের বকেয়া সম্পর্কে জানিয়েছি। প্রধানমন্ত্রী মন দিয়ে শুনেছেন।

বুধবার বেলা ১১টা নাগাদ নব সংসদ পৌঁছন মমতা। বেলা ১১টা ২০ মিনিট থেকে শুরু হয় বৈঠক। বৈঠক চলে প্রায় ১১টা ৪০ মিনিট পর্যন্ত। এদিন বৈঠক শেষে সংসদ ভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। গরিব মানুষ যারা কাজ করেছেন তাঁরা এখনো টাকা পাননি। সংবিধানকে সম্মান দিয়ে এই টাকা আমাদের মিটিয়ে দেওয়া উচিত। এছাড়া আবাস যোজনা, গ্রামোন্নয়নের প্রকল্প, হেলথ মিশনের প্রকল্প বন্ধ করে দিয়েছে। অর্থ কমিশনের টাকাও পাচ্ছি না। কোনও ভুল হলে আপনি টাকা বন্ধ করে দিন। কিন্তু ১৫৫টা পর্যবেক্ষক দল বাংলায় গিয়েছেন। তারা যে যে নথি চেয়েছেন আমাদের আধিকারিকরা দিয়েছেন। কথাও বলেছেন। আজ পর্যন্ত কিছু পাইনি। আগেও ৩ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনেছেন। বলেছেন, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকরা বসে বৈঠক করে এব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে’।

এদিন মমতার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময় প্রতিনিধিদলে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়সহ অন্য সাংসদরা। এখন দেখার, প্রধানমন্ত্রী – মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকারের ফলে রাজ্যবাসীর সমস্যার কোনও সুরাহা হয় কি না।