Ration Scam: অরণ্য ভবনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র ঘরে তল্লাশি চালাচ্ছে ইডি

রেশন দুর্নীতির তদন্তে এবার অরণ্য ভবনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরে পৌঁছে গেল ইডি। মঙ্গলবার দুপুরে অরণ্যভবনে জ্যোতিপ্রিয়র ঘরে তল্লাশি শুরু করেন তাঁরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তল্লাশি চলছে। ইডি সূত্রের খবর, রেশন দুর্নীতির একাংশ বালুর অরণ্য ভবনের দফতর থেকেই পরিচালিত হয়েছে।

রেশন দুর্নীতিতে গ্রেফতারির পর বর্তমানে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়। কী ভাবে দুর্নীতির মাধ্যমে তিনি লাভবান হয়েছেন তা ইতিমধ্যে আদালতে তুলে ধরেছে ED. ২০২১ সাল পর্যন্ত খাদ্যমন্ত্রী ছিলেন বালু। ওই বছর বিধানসভা ভোটের পর তাঁকে বনমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর অরণ্য ভবন থেকেই নিজের যাবতী কাজ পরিচালনা করতেন মন্ত্রী।

মঙ্গলবার বেলা ১টার কিছু পরে অরণ্যভবনে যান ইডির ৫ জন আধিকারিক। ন’তলায় মন্ত্রীর ঘরে চলে যান তাঁরা। সেখানে গিয়ে দফতরের আলমারি খুলে নানা নথি খতিয়ে দেখেন তাঁরা।

ইডি সূত্রে খবর, ২০২১ সালে খাদ্য দফতর থেকে সরলেও অরণ্য ভবনে বসেই কোটি কোটি টাকার রেশনের মাল পাচার করেছেন জ্যোতিপ্রিয়। তাছাড়া খাদ্যমন্ত্রক হাতছাড়া হলেও ধান কেনার জন্য রাজ্যের কমিটির শীর্ষে ছিলেন তিনি। সেক্ষেত্রেও বড় দুর্নীতিতে প্রত্যক্ষ মদত দিয়েছেন মন্ত্রী। যে টাকা ঘুরপথে এসেছে তাঁর অ্যাকাউন্টে।