WHO Alerts On Covid 19 JN.1 Variants Symptoms, Know In Details

করোনা আতঙ্ক কি ফের ফিরবে ? চিন্তায় ঘুম উড়েছে অনেকের। আক্রান্তের সংখ্যার পাশাপাশি ঘটছে করোনার কারণে মৃত্যুও। পাশাপাশি ভয় ধরাচ্ছে চিন, সিঙ্গাপুরের মতো দেশের করোনার পরিসংখ্যানও। এরই মধ্যে কেরলে ধরা পড়েছে করোনার নতুন সাব -ভ্যারিয়েন্ট JN.1। 

করোনার বিভিন্ন ঢেউতে দাপট দেখিয়েছে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট। প্রতিটি ক্ষেত্রেই আক্রান্তের উপসর্গে কিছুটা তফাৎ দেখা গিয়েছে। করোনার নতুন সাব -ভ্যারিয়েন্ট JN.1 এর উপসর্গগুলি কী কী, তা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে।

 JN.1 এর উপসর্গগুলি মধ্যে উল্লেখযোগ্য হল – 

  • জ্বর
  • সর্দি
  • গলা ব্যথা
  • মাথাব্যথা ইত্যাদি 

    তবে এই উপসর্গগুলি কিন্তু কম বেশি সব ধরনের জ্বর-জারির ক্ষেত্রেই কমন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে  COVID-19 এর এই স্ট্রেন এখনও পর্যন্ত জনস্বাস্থ্যে বড়সড় আতঙ্ক সৃষ্টি করেনি।  JN.1 কোভিড সাবভেরিয়েন্টটি  প্রাথমিকভাবে লাক্সেমবার্গে শনাক্ত করা গিয়েছিল।  এটি পিরোলা ভ্যারিয়েন্টের (BA.2.86) সাব ভ্যারিয়েন্ট,  যার উৎপত্তি ওমিক্রন সাব-ভেরিয়েন্ট থেকে। 

Covid-19 ভেরিয়েন্ট JN.1-এর লক্ষণ:

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে,

  • নতুন কোভিড ভ্যারিয়েন্টের লক্ষণগুলি হালকা থেকে মাঝারি ।
  • জ্বর, সর্দি, গলা ব্যথা এবং মাথাব্যথা হতে পারে।
  • বেশিরভাগ রোগীর upper respiratory অংশে সমস্যা দেখা দিচ্ছে। 
  • সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে অবস্থার উন্নতিও হচ্ছে।
  • খিদে কমে যেতে পারে। 
  •  ক্রমাগত বমি বমি ভাব হতে পারে।
  • JN.1 রূপের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হল চরম ক্লান্তি।
  • অত্যধিক ক্লান্তি এবং পেশীর দুর্বলতা
  • কোনও কোনও ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির  গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাও দেখা যেতে পারে।  যা থেকে হজমের সমস্যা হতে পারে।  

     

    এদিকে ভারতে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্রীয় সরকার  সতর্ক দৃষ্টি রেখেছে। তার পরই আঁটঘাঁট বেঁধে নেমে পড়ছে রাজ্য সরকার। এ বিষয়ে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যসচিব। কোভিডের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক হয়েছে কলকাতা পুরসভাও। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, বুধবার মুখ্যসচিবের নেতৃত্বে হবে বৃহত্তর বৈঠক। শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের প্রস্তুতি। সামনেই রয়েছে ক্রিসমাস। জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রাজ্য।
    ভিড়ে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সব মিলিয়ে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ওপর কড়া নজর রাখছে রাজ্য সরকার।  

    আরও পড়ুন :

    দেশে বাড়ল কোভিড মৃত্যু, কতটা বিপজ্জনক এই  JN.1 সাব ভ্যারিয়েন্ট ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator