Coochbihar: রাসমেলায় দোকানদারদের পেটানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে মমতার দ্বারস্থ রবি ঘোষ

কোচবিহারে রাসমেলায় ব্যবসায়ীদের ওপর পুলিশে লাঠিচার্জের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করতে চলেছেন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। ঘটনায় পুুলিশের বিরুদ্ধে চরম অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। যদিও পুলিশ আইন মেনেই কাজ করেছে বলে দাবি পুলিশ সুপারের।

শনিবার কোচবিহারে শেষ হয় ঐতিহ্যবাহী রাস মেলা। রবিবার রাসমেলার একাংশে দোকান ভাঙচুর ও ব্যবসায়ীদের ওপর লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এমনকী ঘটনাস্থলে উপস্থিত পুরসভার কর্মীদেরও পেটানো হয় বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে সোমবার কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। ওদিকে পুরসভার কর্মীরা কর্মবিরতি শুরু করেন। দাবি ওঠে, যে পুলিশকর্মীরা লাঠি চার্জে যুক্ত তাদের শাস্তি দিতে হবে।

ওদিকে পুরকর্মীদের কর্মবিরতিতে শহরের বিস্তীর্ণ এলাকায় আবর্জনার স্তুপ তৈরি হয়েছে। যার জেরে ক্রমশ ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। উপায় না দেখে এবার সরাসরি পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছেন পুরপ্রধান।

রবীন্দ্রনাথবাবু বলেন, ‘পুলিশের ভূমিকা এবার মোটেও ভালো ছিল না। পুলিশ বাড়াবাড়ি করেছে। ব্যবসায়ীদের দোকান ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে নিয়েছে। বাধা দিলে লাঠিচার্জ করেছে। বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়ে সুবিচার চাইব।’ একথা জানিয়ে, পুরকর্মীদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন

ওদিকে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের দাবি, মেলা শেষ হওয়ার ৩ দিন আগে থেকে প্রচার করে দোকান ভেঙে ফেলতে বলা হয়েছিল। কিন্তু মেলা শেষ হয়ে যাওয়ার পরেও মেলার মাঠের একাংশ দখল করে বেচা কেনা চলছিল। এর ফলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারত। তাই দোকানগুলি ভেঙে দিয়েছে পুলিশ।