‘‌গরিবদের টাকা আটকে রাখবেন না’‌, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বাংলাকে বঞ্চনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার পর একটি চিঠি দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই চিঠিতে বাংলার হয়ে দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বাংলার পারফরম্যান্স রিপোর্ট ভাল সেখানে বকেয়া রয়েছে প্রচুর টাকা। আর এই বকেয়া না পেয়ে লক্ষ লক্ষ মানুষ দারিদ্র‌্যের মধ্যে ডুবে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে এই চিঠিতে আগের সরকারের রেখে যাওয়া ঋণও শোধ করতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। আজ দলের ১০জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ মিনিট ধরে দু’‌জনের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে রাজধানীর বিজয়চকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বাংলার টাকা নিয়ে কোনও রফাসূত্রে না বেরোলেও দেশের প্রশাসনিক প্রধানের কাছে প্রাপ্য আদায়ের জন্য বাংলার পক্ষ থেকে জোরালো বক্তব্য রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌১০ জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। সংবিধানের নিয়ম থাকা সত্ত্বেও ১০০ দিনের টাকা আটকে রয়েছে। আবাস ও অর্থ কমিশনের টাকাও বকেয়া আছে। কোনও টাকা দেওয়া হচ্ছে না। ১৫৫টি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য পরিদর্শন করেছে। আমরা তাদের ব্যাখ্যা দিয়েছি। কিন্তু টাকা মেটানোর সময়সীমা থাকা উচিত।’‌

অন্যদিকে ২০১১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলা একের পর এক সাফল্য পেয়েছে। উন্নয়নের হার ব্যাপক বেড়েছে। উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উৎসাহের সঙ্গে। এবার যে চিঠি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‌আমরা কেন্দ্রের টাকার ভাগ পাচ্ছি না। গরিবদের টাকা আটকে রাখবেন না। ১.‌১৬ লক্ষ কোটি টাকা বকেয়া আছে। একশো দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, ন্যাশানাল হেলথ মিশন–সহ নানা প্রকল্পের টাকা বাকি আছে। তার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগে যে টাকা পাওনা ছিল সেটাও মেলেনি।’‌ মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র–রাজ্যের আধিকারিকদের নিয়ে যৌথ বৈঠকে সমাধান সূত্রে খুঁজে বের করার চেষ্টা করার কথাও বলেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:‌ বড়দিনের আগেই রক্তাক্ত হয়ে উঠল তিলোত্তমা কলকাতা, পথ দুর্ঘটনায় মৃত পাঁচজন

এছাড়া দীর্ঘদিন ধরেই বাংলার প্রাপ্য টাকা বকেয়া বিষয়ে কেন্দ্র–রাজ্য টানাপোড়েন চলছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আগে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার সাংসদ এবং ১০০ দিনের কাজ করেও টাকা না পাওয়া সাধারণ মানুষরা গিয়েছিলেন নয়াদিল্লিতে। কিন্তু তাতে লাভ হয়নি। সম্প্রতি কেন্দ্রীয় গ্রামোন্নযন মন্ত্রী গিরিরাজ সিং বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী এসে বৈঠক করুন। তাতেই জট কাটবে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সরাসরি দেখা করলেন। চিড়ে কি ভিজবে তাতে?‌ উঠছে প্রশ্ন। বাংলার বকেয়া টাকা আদায়ে চেষ্টার কোনও ত্রুটি রাখছে না রাজ্য সরকার। এবার প্রধানমন্ত্রীকে সব জানিয়ে দেওয়া হল চিঠিতে। তাতে কোনও সমাধানসূত্র বেরোয় কিনা সেটাই দেখার।