Suvendu at Nabanna:নবান্নে মুখ্যসচিবের সঙ্গে শুভেন্দুর সাক্ষাতের অডিয়ো ও ছবি প্রকাশ করল বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মধ্যেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের ‘নবান্ন অভিযান’এর অডিয়ো প্রকাশ করল বিজেপি। বুধবার দুপুরে হঠাৎ নবান্নে হাজির হন শুভেন্দু অধিকারীসহ ৪ বিজেপি বিধায়ক। বেরিয়ে এসে বিরোধী দলনেতা জানান, রাজ্যের মানুষকে রাজ্য সরকার কী ভাবে বঞ্চিত করছে সেসব কথা মুখ্যসচিবকে জানিয়েছি। তখনই আলাপচারিতার অডিয়ো প্রকাশ করবেন বলে জানান শুভেন্দু। বেলা দেড়টা নাগাদ বিজেপির তরফে প্রকাশ করা হয় একটি অডিয়ো ক্লিপ। তবে তাতে কোথাও মুখ্যসচিবের কণ্ঠস্বর নেই।

বিজেপির প্রকাশ করা অডিয়োতে শুভেন্দু অধিকারীকে রাজ্য সরকার রাজ্যের জনগণকে বঞ্চিত করছে বলে বলতে শোনা যাচ্ছে। এছাড়া রাজ্য সরকার প্রশাসনিক অনুষ্ঠানে বিরোধী দলের সাংসদ বিধায়কদের আমন্ত্রণ জানায় না বলে পক্ষপাতিত্বের অভিযোগও করেন তিনি। অভিযোগ করেন, রাজ্যে বিরোধী দল করলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তবে গোটা অডিয়োয় কোথাও মুখ্যসচিবের কণ্ঠস্বর শোনা যায়নি। তবে শুভেন্দুবাবু ও হরিকৃষ্ণ দ্বিবেদীর সাক্ষাৎকারের কয়েকটি ছবি প্রকাশ করেছে বিজেপি।

বুধবার বেলা পৌনে বারোটা নাগাদ হঠাৎ নবান্নে হাজির হন শুভেন্দুবাবু। মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকায় এদিন নবান্নের নিরাপত্তা অতটা আঁটোসাঁটো ছিল না। শুভেন্দুবাবু জানান, মুখ্যসচিবের আপ্ত সহায়ককে ফোন করেছিলাম। তিনি ফোন তোলেননি তাই কাউনে না জানিয়েই আমরা চলে এসেছি। জানিয়ে আসলে তো ঢুকতে দেয় না।