বালু, কাকুদের জন্য বেড পাচ্ছেন না সাধারণ মানুষ , SSKM-এর বিরুদ্ধে মামলা

দুর্নীতিতে অভিযুক্তদের চিকিৎসার জায়গা হয়েছে উঠেছে এসএসএসকেএম। প্রভাবশালীরা হাসপাতালের বেড দখল করে রয়েছেন। অথচ সাধারণ মানুষ চিকিৎসার জন্য বেড পাচ্ছেন না। রাজ্যের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালের চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে। এই অভিযোগ জানিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে।

মামলায় আবেদনকারী জানিয়েছেন, চিকিৎসার প্রয়োজন না থাকা সত্ত্বেও প্রভাবশালীরা হাসপাতালে বেড দখল করে রেখেছেন। সেখানে তাঁদের ‘ভুয়ো চিকিৎসা’ চলছে। তার ফলে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন হাসপাতালে বেড পাওয়া থেকে। আশঙ্কাজনক অবস্থায় রোগীরা বেড না পেয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে। তাঁদের উপযুক্তি চিকিৎসা মিলছে না।

মামলাকারী দাবি, ওই হাসপাতালে চিকিৎসাধীন সমস্ত অভিযুক্তদের মেডিক্যাল রিপোর্ট আনা হোক। সেই রিপোর্ট যাচাই করা হোক অন্য কোনও কেন্দ্রীয় হাসপাতালকে দিয়ে। একই সঙ্গে মামলাকারীর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালত নির্দেশ দিক ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড জমা করতে।

জানা গিয়েছে হাইকোর্টে মামলাটি করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর মতে, এই প্রশ্ন সাধারণ মানুষের। বৃহত্তর জনগণের স্বার্থে এই মামলা করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয়কৃষ্ণ ভদ্রদের জন্য সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালে প্রত্যেকে যাতে সমান ভাবে চিকিৎসা পান তার ব্যবস্থা করা হোক। প্রভাবশালীরা যেন অতিরিক্ত গুরুত্ব না পান।

জানা গিয়েছে, মামলার আবেদনটি গৃহিত হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি হতে পারে।

(পড়ুন। ‘চোরেদের সাম্রাজ্য শেষ করে দেবো’ দলের নেতৃত্বকেই কি নিশানা? বিতর্কে MLA মনোরঞ্জন) 

প্রসঙ্গত, এর আগে কমান্ড হাসপাতালও একই আপত্তি তোলে। আদালতের নির্দেশে দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের চিকিৎসা এবং পরীক্ষার জন্য সেনা হাসপাতালে নিয়ে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের পাঠানো বন্ধ করতে, আদালত আর্জি জানায় হাইকোর্টে। সে সময় তারা যুক্তি হিসাবে বলে, এর ফলে অন্য রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। তারা আরও বলে সেনা হাসপাতাল মূলত সেনাদের চিকিৎসার জন্য।

কার্যত একই অভিযোগ তুলেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার, তিনি দাবি করেছেন, অভিযুক্তদের চিকিৎসা করতে গিয়ে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চিকিৎসা।