বিচারপতি সিনহার বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য চাপ CID-র, বিস্ফোরক অভিযোগ স্বামীর

মারাত্মক অভিযোগ উঠল বাংলার সিআইডি’‌র বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে। সম্প্রতি একটি মামলায় তাঁকে সিআইডি তলব করেছিল। যে মামলার সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল প্রতাপচন্দ্র দে–কে। কিন্তু সিআইডি সেই জিজ্ঞাসাবাদে শুধুই তাঁর বিচারপতি স্ত্রীর নামে বয়ান লেখানোর জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ করলেন প্রতাপচন্দ্র দে। তাঁর স্ত্রী বিচারপতি অমৃতা সিনহা নিয়োগ দুর্নীতি–সহ নানা গুরুত্বপূর্ণ মামলা নিয়ে কাজ করছেন।

এদিকে এই অভিযোগ তোলার পাশাপাশি আইনজীবী প্রতাপচন্দ্র দে একটি চিঠি লিখেছেন। সেই চিঠি গিয়েছে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বার অ্যাসোসিয়েশনে। যেখানে প্রতাপচন্দ্র দে’‌র অভিযোগ, যে মামলায় তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, তা নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি। উলটে বিচারপতি অমৃতা সিনহার বিষয়ে নানা তথ্য জানার চেষ্টা করেন সিআইডি অফিসাররা। আর প্রতাপচন্দ্র যাতে স্ত্রীর বিরুদ্ধে সাজানো বয়ান দেন, তার জন্য তাঁকে কুকথা এবং মানসিক চাপও দেওয়া হয়েছে। এমনই অভিযোগ আইনজীবী প্রতাপচন্দ্রের। প্রতাপচন্দ্র দে’‌র আরও অভিযোগ, তাঁকে টাকা, বাড়ি, গাড়ির টোপ দেওয়া হয়েছে।

অন্যদিকে সিআইডি তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, তদন্তে বাইরে থেকে প্রভাব বিস্তার কেউ যেন না করেন। সেই নির্দেশ পালন করা হচ্ছে বলে সিআইডি সূত্রে খবর। তবে কলকাতা হাইকোর্টে প্রায় প্রত্যেকদিনই নিয়োগ দুর্নীতি নিয়ে নানা নির্দেশ দিয়ে থাকেন বিচারপতি অমৃতা সিনহা। এমনকী কড়া নির্দেশ থেকে বিশেষ পর্যবেক্ষণ সামনে আসছে বিচারপতির। পঞ্চায়েত নির্বাচন নিয়ে হওয়া একাধিক মামলার ক্ষেত্রেও কড়া কথা শোনান বিচারপতি অমৃতা সিনহা। আর এই আবহে সামনে আসা প্রতাপচন্দ্র দে’‌র বিরুদ্ধে অভিযোগ এবং তা নিয়ে সিআইডি তলব আইনজীবী মহলে চর্চা শুরু হয়।

আরও পড়ুন:‌ পথবাতি বসাতে জমা পড়ল লক্ষ্মীর ভাণ্ডার–ভাতার টাকা, পঞ্চায়েতের উদ্যোগে খুশি গ্রামবাসীরা

তবে অভিযোগ এখানেই থামাননি আইনজীবী প্রতাপচন্দ্র দে। আইনজীবীর অভিযোগ, পরিবারের চরম সর্বনাশের হুমকিও দেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের অজুহাতে রাত ১১টা পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়েছিল। ভুয়ো মামলায় তাঁকে গ্রেফতার করা হবে বলেও সিআইডির অফিসারদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। সল্টলেকের একটি বাড়ি নিয়ে পরিবারের মধ্যে গোলমালের ঘটনায় আইনজীবী প্রতাপচন্দ্র দে–কে তলব করে ভবানী ভবন। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তদন্ত করার জন্য।