Amazon Prime Lite 799 plan: Amazon Prime Lite এবার ৭৯৯ টাকায়! কী কী সুবিধা থাকছে বড়দিনের মরসুমে

অ্যামাজন প্রাইম এবার আরও সস্তা হয়ে গেল। ওটিটি-র যুগে নতুন বছর শুরুর আগেই নয়া খবর নিয়ে এল আমাজন। বর্তমানে আমাজনের প্রাইম সদস্য হতে গেলে দুটো অপশন দেওয়া হয়। একটা হল প্রাইম। সেখানে এক মাস, তিন মাস ও বারো মাসের আলাদা আলাদা সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। এক মাসে ২৯৯ টাকা, তিন মাসে ৫৯৯ টাকা ও এক বছরে ১৪৯৯ টাকা দিতে হয়। কিন্তু অন্য়দিকে রয়েছে প্রাইম লাইট। চলতি বছরের জুন মাসে এটি লঞ্চ করা হয়। তাতে সুবিধা কিছু কম। খরচও কম। বছরে ৯৯৯ টাকা। এবার সেই প্রাইম লাইটই আরও লাইট হতে চলেছে। নয়া দাম ৭৯৯ টাকায় পাওয়া যাবে অ্যামাজন প্রাইম লাইট প্ল্যান।

(আরও পড়ুন: Vodafone 202 plan: ভোডাফোনে এবার ১৩টি OTT সাবস্ক্রিপশন! কত টাকার প্ল্যানে এই সুবিধা? জেনে নিন)

কী কী সুবিধা থাকছে প্রাইম লাইটে

আগের থেকে ২০০ টাকা দাম কমল অ্যামাজন প্রাইম লাইটের। কিন্তু পরিষেবায় কেমন হেরফের হল জেনে নিন। 

  • এর আগের প্ল্যানে ফ্রি টু-ডে ডেলিভারি পাওয়া যেত অ্যামাজনে। এবার একটু বদল হয়েছে তাতে। নয়া প্ল্যানে ওয়ান ডে ডেলিভারি, টু ডে ডেলিভারি, শিডিউলড ডেলিভারি ও সেম ডে ডেলিভারির অপশন দেওয়া হয়েছে। 
  • নয়া প্ল্যানের দাম কমলেও তাতে প্রাইম মিউজিক নেই। আগেরটাতেও ছিল না। প্রাইম ভিডিয়োও এইচডি কোয়ালিটিতেই শুধু দেখা যাবে। দুটোর বদলে এখন মাত্র একটি ডিভাইসে সাপোর্ট করবে এই প্ল্যান।

(আরও পড়ুন: Savitri Jindal: সম্পদ বৃদ্ধির নিরিখেও আম্বানিকে টেক্কা সাবিত্রী জিন্দালের! কত টাকার মালকিন তিনি)

  • এছাড়া আর সেভাবে কিছুই বদলায়নি নয়া প্ল্যানে। যেমন মর্নিং ডেলিভারির জন্য অ্যামাজন প্রাইম লাইটের প্ল্যানে ১৭৫ টাকা ধার্য করা হয়। সেটি নয়া প্ল্যানেও থাকছে।
  • পাশাপাশি প্ল্যানটিতে নো কস্ট ইএমআই-এর সুবিধাও দিচ্ছে অ্যামাজন। যা আগের প্ল্যানেও ছিল। এছাড়াও, ছয় মাসের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের অপশন ও অন্যান্য সুবিধাগুলি পাবেন গ্রাহকরা। 

প্রাইমে কী কী সুবিধা বেশি

প্রাইম মেম্বারশিপে মর্নিং ডেলিভারি ছিল ৫০ টাকা প্রতি আইটেম। অন্যদিকে ওয়ান ডে ডেলিভারির সুবিধা ছিল। এছাড়াও, ফোরকে-তে ভিডিয়ো দেখার সুবিধা ছাড়াও যত ইচ্ছে ভিডিয়ো ডিভাইসে চালানো যেত প্রাইম অ্যাকাউন্ট। সেই সুবিধা এখানে পাওয়া যাবে না।