‘Longer It Went, I Think The Less Chance I Had’: Spencer Johnson On IPL Auction Get To Know

সিডনি: বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ টাকা।  কিন্তু নিলামে যে এত চড়া দাম পাবেন, তা স্বপ্নেও ভাবতে পারেননি অস্ট্রেলিয়ার প্রেসার স্পেনসার জনসন (Spencer Johnson) ।  নিলাম থেকে ১০ কোটি টাকা মূল্যে তাকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স (Gujrat Titans)।  নিলামে যে কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে নিয়ে আগ্রহ দেখাবে এমনটাই নাকি ভাবেননি অজি পেসার।  

এক সাক্ষাৎকারে ২৮ বছরের অজি ফাস্ট বোলার বলেন, “এবারে নিলামে আমার নাম উঠবে এমনটাও আমি আশা করিনি যত সময় এগোচ্ছিল নিজের সম্ভাবনাও হারিয়ে ফেলছিলাম।  গত বছর এই জায়গাতেই ছিলাম না যে কোনও ফ্র্যাঞ্চাইজি আমাকে দলে নিতে পারে। কিন্তু সেখান থেকে এত দর উঠবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম কোনও ফ্র্যাঞ্চাইজি হয়তো আমাকে নিয়ে আগ্রহই দেখাবে না।”

নিলামে আগেই দুই অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স রেকর্ড দরে বিক্রি হয়েছিলেন। তুলনামূলক অখ্যাত আরেক অজ়ি ফাস্ট বোলার স্পেনসার জনসনেরও (Spencer Johnson) বিরাট দর উঠল। নিজের বেস প্রাইসের ২০ গুণ দামে গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দিলেন ২৮ বছর বয়সি ফাস্ট বোলার।

যেখানে তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ, সেখানে ১০ কোটি টাকায় তাঁকে দলে নিল গত বারের ফাইনালিস্ট গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স প্রথমে স্পেনসারকে নিয়ে দর কষাকষি শুরু করে। দুই দলই তারকা অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্কের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু স্টার্ককে দলে নিতে পারেননি তাঁরা। তাই আরেক অজ়ি ফাস্ট বোলার জনসনের জন্য মরিয়া হয়ে আসরে নেমেছিল দুই দলই। শেষমেশ ১০ কোটি টাকায় স্পেনসার জনসনকে দলে নিতে সক্ষম হয় গুজরাত। 

ফ্র‍্যাঞ্চাইজি লিগে বেশ পরিচিত মুখ স্পেন্সার। গ্লোবাল  টি টেন লিগেও খেলেছেন।  ১৯ তারিখ যখন নিলাম চলছিল তখন অ্যাডিলেডে নিজের বাড়ি থেকে নিলামের মঞ্চে চোখ রেখেছিলেন এই পেসার। জনসন বলছেন, ” এই মুহূর্তটা শুধুমাত্র আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও খুব খুশির মুহূর্ত। অ্যাডিলেডে নিজের বাড়িতে ছিলাম। মায়ের মুখে হাসি দেখলাম নিলামে আমার দর ওঠার পর।  আইপিএলের মত মঞ্চে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পাব।  এর থেকে বড় প্রাপ্তি আমার জীবনে আর কি হতে পারে।  আশা করি গুজরাত টাইটান্স আমার উপর যে ভরসা রেখেছে, সেই ভরসার পূর্ণ মর্যাদা রাখতে পারব আমি।”