Tom Curran Banned For Four BBL Games For Intimidating Umpire, Know In Details

সিডনি: তিনি আইপিএলে (IPL) দল পেয়েছেন ৪৮ ঘণ্টাও কাটেনি। ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছে তাঁকে। তারই মাঝে বিতর্কে জড়ালেন ইংরেজ ক্রিকেটার। গুরুতর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। একেবারে চার ম্যাচ নির্বাসিত হলেন!

ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারানকে (Tom Curran) বিগ ব্যাশ লিগের (BBL) চার ম্যাচে নির্বাসিত করা হয়েছে। মাঠে আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বিগ ব্যাশ লিগে তিনি যে দলের হয়ে খেলেন, সেই সিডনি সিক্সার্স এই শাস্তির বিরুদ্ধে আবেদন করবে বলে জানিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল থ্রি ভেঙেছেন কারান। লনসেস্টনে সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেনস ম্যাচের আগের ঘটনা। ১১ ডিসেম্বর ছিল সেই ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাচের আগে ওয়ার্মা আপের সময় রান আপ নিচ্ছিলেন কারান। এবং দৌড়ে ঢুকে পড়ছিলেন পিচের বিপজ্জনক জায়গায়। সেই সময়ই মৌখিকভাবে তাঁকে নিষেধ করেন আম্পায়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তারপরেও শোনেননি কারান। তিনি পিচের অন্য প্রান্তে গিয়ে একইরকম রান আপ নিতে শুরু করেন। এবং ফের পিচের মধ্যে ঢুকে যান। যাতে করে আম্পায়ার বাধ্য হন স্টাম্পের পিছনে দাঁড়িয়ে পড়তে। যাতে কারানকে বাধা দেওয়া যায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, আম্পায়ার কারানকে পিচ থেকে সরে যেতে বলেন। কিন্তু ফুটেজে দেখা গিয়েছে, কারানই পাল্টা আম্পায়ারকে সরে যেতে বলেন। সিএ বিবৃতিতে লিখেছে, ‘কারান তারপর প্র্যাক্টিস রান আপ ধরে দৌড়তে শুরু করেন। সোজাসুজি আম্পায়ারের দিকে দৌড়ে যান। যিনি বোলিং ক্রিজে কারানের মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন। কোনওমতে সংঘর্ষ এড়ান আম্পায়ার।’              

কারানকে ৪ ম্যাচে নির্বাসিত করা হয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার ও ব্রিসবেন হিটের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি। বিবিএলে প্রত্যেক দল ১০টি করে ম্যাচ খেলে। ৪ ম্যাচের নির্বাসন হলে বড় ধাক্কা হবে সিডনি সিক্সার্সের কাছে। সিডনি সিক্সার্সের প্রধান ব়্যাচেল হেইন্স জানিয়েছেন, তাঁরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন।              

আরও পড়ুন: ৩ জন একসঙ্গে খেললেই ভয় পাবে প্রতিপক্ষ! কেকেআর সমর্থকদের জন্য আশার কথা শোনালেন গম্ভীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে