IND W Vs AUS W, Day 2: Deepti Sharma, Pooja Vastrakar Restore India’s Command Vs Australia At Wankhede

মুম্বই: অভিষেক টেস্টেই হাফসেঞ্চুরি রিচা ঘোষের। দিনের শেষে সাবলীল ৭০ করে অপরাজিত দীপ্তি শর্মা (Deepti Sharma)। বাংলার দুই ক্রিকেটারের দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে বড় রানের লিড নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (IND W vs AUS W)। দ্বিতীয় দিনের শেষে ১৫৭ রানে এগিয়ে ভারত। ৭০ রান করে ক্রিজে দীপ্তি। সঙ্গে রয়েছেন পূজা বস্ত্রকার। ৩৩ রানে অপরাজিত তিনি। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩৭৬/৭।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে অর্ধশতরান হাঁকালেন স্মৃতি মন্ধানাও। গতকালই অর্ধশতরানের দোরগোড়ায় থেকে মাঠ ছেড়েছিলেন। স্নেহ রানা ছিলেন তাঁর সঙ্গী। এদিন সকালে ব্য়াট করতে নেমে অর্ধশতরান পূরণ করেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের বাঁহাতি ওপেনার। তবে ১০৬ বলে ৭৪ রানের ইনিংস খেলে আউট হন স্মৃতি। নিজের ইনিংসে ১২টি বাউন্ডারি হাঁকান স্মৃতি। স্নেহ রানা ৯ রান করে ফিরে যান তিনি। স্মৃতির সঙ্গে এরপর জুটি বাঁধেন রিচা ঘোষ। নিজের প্রথম টেস্টে খেলতে নেমেছেন কেরিয়ারের। আর প্রথম টেস্টেই নিজের ধৈর্য্যের পরিচয় দিলেন বাংলার এই উইকেটকিপার ব্য়াটার। স্মৃতি মন্ধানা ৭৪ রান করে ফিরে গেলে এরপর জেমাইমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন রিচা। ৫২ রান করেন তিনি। জেমাইমা ৭৩ রান করেন। তবে রান পাননি হরমনপ্রীত কৌর। ২ বলে ০ করে ফেরেন।

এর আগে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজ়ি অধিনায়ক অ্যালিসা হিলি। মেগ ল্যানিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রথমবার পূর্ণাঙ্গ সময়ের ক্যাপ্টেন হিসেবে মাঠে নামলেন হিলি। ভারতের জার্সিতে এদিন অভিষেক হয় রিচা ঘোষের। অস্ট্রেলিয়া দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে প্রথমে চাপে পড়ে যায়। ওপেনে নেমেছিলেন বেথ মুনি ও ফোবে লিচফিল্ড। ম্য়াচের প্রথম ওভারেই পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে খাতা খোলার আগেই রান আউট হয়ে ফিরতে হয় লিচফিল্ডকে। নিজের প্রথম ওভারেই এরপর অভিজ্ঞ পেরিকে বোল্ড করে দেন পূজা বস্ত্রকার। শেষ পর্যন্ত ২১৯ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: ABP Exclusive: ট্রাকের ধাক্কায় টুকরো মেরুদণ্ড, হুইলচেয়ারে চেপেই স্বপ্নপূরণের ‘দৌড়’ অঙ্কিতের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে