Plane Grounded in France: ৩০৩ জন ভারতীয় ছিলেন বিমানে, ফ্রান্সে নামতেই ঘিরে ফেলল পুলিশ, সামনে এল বিরাট কারণ

নিকারাগুয়ার দিকে যাচ্ছিল প্লেনটি। পথেই ফ্রান্সে আটক করা হয় প্লেনটিকে। ৩০০-র বেশি ভারতীয় ছিলেন সেই প্লেনে। ওই প্লেনে মানব পাচার করার হচ্ছিল বলে সন্দেহ করা হয়। তার জেরেই ফ্রান্সে প্লেনটিকে আটক করা হয়। খবর এএফপি সূত্রে।

সূত্রের খবর, ৩০৩জন ভারতীয় ছিলেন ওই প্লেনে। সংযুক্ত আরব আমিরশাহী থেকে বিমানটি উড়েছিল। স্থানীয় মিডিয়াকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, কেন বিমানটি যাচ্ছিল তার তথ্য় অনুসন্ধান করা হচ্ছে। কর্তৃপক্ষের ধারণা বিমানটিতে মানব পাচার করা হচ্ছিল। তার জেরেই চলছে তদন্ত।

ফ্লাইটটি সম্পর্কে কী জানা যাচ্ছে?

রোমানিয়ার একটি চার্টার কোম্পানি ওই ফ্লাইটটি নিয়ে যাচ্ছিল। দুবাইতে থেকে এটা ছেড়েছিল। ভাত্রি এয়ারপোর্টে প্লেনটি নেমেছিল। প্রযুক্তিগত কিছু সমস্য়ার জন্য় এটি নেমেছিল। আর তখনই পুলিশ প্লেনটিকে ঘিরে ফেলে।

প্রথমদিকে প্লেনের মধ্য়েই যাত্রীরা ছিলেন। পরে তাদের অ্য়ারাইভাল লাউঞ্জে নিয়ে আসা হয়। সেখানে তারা শুয়ে পড়েন। পুলিশ জানায়, বিমানবন্দরের রিসেপশন এলাকাতেও তাদের থাকার ব্যবস্থা করা হয়। যতটা সম্ভব যাতে তাদের সমস্যা না হয় সেটা দেখা হয়েছে।

এরপর কী হল রিপোর্টে কী জানা যাচ্ছে?

একাধিকজনকে বিমানবন্দরেই রাখা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। স্থানীয় আধিকারিকরা বিবিসিকে জানিয়েছে, এদের মধ্য়ে কয়েকজন অবৈধভাবে ওই দেশে যাচ্ছিলেন। ফ্রান্সের ন্যাশানাল অ্যান্টি অর্গানাইজড ক্রাইম ইউনিট JUNALCO এই তদন্ত চালাচ্ছে।

ভারতীয় যাত্রীদের সম্পর্কে কী জানা যাচ্ছে?

এএফপির রিপোর্ট বলছে, মনে করা হচ্ছে ভারতীয় যাত্রীরা কানাডা বা আমেরিকায় প্রবেশের চেষ্টা করতেন। সেকারণেই তাঁরা ওই প্লেনে চড়েছিলেন।