P.C Sarkar: ইডির ডাক জাদুকর পিসি সরকারকে, হাজির হলেন সিজিও কমপ্লেক্সে

এবার জাদুকর পিসি সরকারও হাজির হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দফতরে। শুক্রবার দুপুরে মেয়েকে সঙ্গে নিয়ে জাদুসম্রাট পিসি সরকার সিজিও কমপ্লেক্সে আসেন। টাওয়ার গ্রুপের কর্তা রামেন্দু চট্টোপাধ্য়ায়কে সম্প্রতি হেফাজতে নিয়েছিল ইডি। তারপরই তলব করা হয় ইডির তরফে। মনে করা হচ্ছে রামেন্দুর বয়ানের ভিত্তিতে তলব করা হয় পিসি সরকারকে।

তবে এবারই প্রথম চিটফাণ্ড কাণ্ডে পিসি সরকারের নাম জড়াল এমনটা নয়। এর আগে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। এবার একেবারে তলব করা হল সিজিও কমপ্লেক্সে।

এদিকে ২০১৪ সালে বিজেপির প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে লড়েছিলেন জাদুকর পিসি সরকার। সেই সময় গেরুয়া শিবিরের পক্ষ নিয়ে তিনি নানা কথা বলতেন। দাপিয়ে প্রচারও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ভোটের ময়দানে পিছিয়ে পড়েন তিনি। এরপর তাঁকে বিশেষ আর রাজনীতির মাঠে দেখা যায়নি। তিনি তাঁর নিজের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

তবে এবার সেই পিসি সরকারকেই তলব করল ইডি। তবে ম্যাজিসিয়ান পিসি সরকারকে তলব করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, জাদুকরের বয়ান রেকর্ড করা হতে পারে।

সূত্রের খবর, প্রথম দিকে টাওয়ার গ্রুপ নিয়ে তদন্ত করত সিবিআই। সেই সময় পিসি সরকারের মুকুন্দপুরের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। পরবর্তী সময় ওই মামলার তদন্তভার যায় ইডির হাতে। এরপর ইডি এনিয়ে খোঁজখবর শুরু করে। আর সেই তদন্তে নেমে টাওয়ার গ্রুপের কর্ণধার রামেন্দু চট্টোপাধ্য়ায়কে নিজেদের হেফাজতে নেয় ইডি। এবার একেবারে তলব করা হল পিসি সরকারকে। সূত্রের খবর, একটি রেস্তরাঁ করা নিয়ে পিসি সরকারের সঙ্গে কথা হয়েছিল টাওয়ার গ্রুপের। এমনকী চিটফাণ্ড সংস্থার সঙ্গে জাদুসম্রাটের আর্থিক লেনদেনও করেছিলেন বলে খবর। এর আগে ২০২১ সালে পিসি সরকার জুনিয়রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার তলব ইডির।

তবে শুধু বাংলা কিংবা ভারতে নয়, গোটা বিশ্বজুড়ে জাদুর দুনিয়ায় আজও যথেষ্ট পরিচিত পিসি সরকার। দেশ বিদেশে তিনি ম্যাজিক শো করেন।