Stroke feeling: স্ট্রোক হলে কেমন অনুভূতি হয়? কখন সতর্ক না হলেই নয়

স্ট্রোক (Stroke) মূলত মানুষের মস্তিষ্কে হয়। সেখানেই আঘাত হানে এই রোগ। মস্তিষ্কের কোন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে স্ট্রোক হয়। কারণ সেই সময় মস্তিষ্কের কোষগুলো মরে যায়। এর ফলে স্ট্রোক হয়। সুস্থভাবে বেঁচে থাকতে শরীরের প্রতি কোষে রক্ত সঞ্চালন প্রয়োজন। এই রক্তই শরীরের কোষে কোষে অক্সিজেন পৌঁছে দেয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে অক্সিজেন পৌঁছায় না। অক্সিজেনের অভাবেই কোষগুলি মরে যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যার নাম স্ট্রোক।

(আরও পড়ুন: Viral brain teaser: ধাঁধাকে পারবেন কুপোকাত করতে? রইল দিনের সেরা ৫ ধাঁধার হদিশ)

কেমন অনুভূতি হয় স্ট্রোকের সময় (Stroke feelings)?

স্ট্রোক খুব কম সময়ের মধ্যেই ঘটে যায়। কিন্তু এই ক্ষেত্রে রোগীকে বাঁচানো সম্ভব। স্ট্রোক হওয়ার সময় ঠিক কেমন অনুভূতি হয়? বিশেষজ্ঞদের কথায়, স্ট্রোক শরীরের প্রাথমিক কাজকর্মকে বন্ধ করে দেয়। কগনিটিভ কার্যক্ষমতাকেই হাইজ্যাক করে ফেলে স্ট্রোক। তাই এই রোগের অনুভূতি একেকজনের ক্ষেত্রে একেকরকম হতে পারে। 

  • তবে কিছু সময় বুকের কাছে ব্যথা বা অ্যাসিডিটির ব্যথা হচ্ছে, এমন মনে হতে পারে।
  • কিছু সময় স্ট্রোকের ব্যথা দাঁতের কাছে চলে আসে। এই সময় দাঁতে প্রচণ্ড ব্যথা হতে থাকে।
  • শ্বাসকষ্টের সমস্যাও স্ট্রোকের সময় বেড়ে যায়। মস্তিষ্কে অক্সিজেনের অভাব হলে মস্তিষ্ক তা জানান দিতে থাকে। তাই শ্বাসকষ্টের অনুভূতি।

(আরও পড়ুন: Amazon Prime Lite এবার ৭৯৯ টাকায়! কী কী সুবিধা থাকছে বড়দিনের মরসুমে)

  • এছাড়াও, মাথা ব্যথা হতে পারে স্ট্রোকের সময়। যেহেতু এটা মস্তিষ্কের কারণেই হয়, তাই এই অনুভূতি। 
  • তবে পাশাপাশি বিশেষজ্ঞদের কথায়, অধিকাংশ সময় স্ট্রোকের কোনও অনুভূতি হয় না। কারণ অনুভূতির উৎস হল কেন্দ্র। মস্তিষ্কে রক্ত ঠিকমতো না পৌঁছালে অনুভূতি তৈরি হওয়ার জন্য নিউরোট্রান্সমিটারের ক্ষরণ ঠিকমতো হয় না। ফলে অনুভূতিহীনও হতে পারে স্ট্রোক।

স্ট্রোকের সময় কী কী লক্ষণ দেখা যায় (Stroke symptoms)

স্ট্রোকের সঙ্গে প্রায়ই একটি শব্দ জড়িয়ে থাকে। তা হল ইংরেজি শব্দ FAST। F-এর অর্থ ফেস কারণ স্ট্রোকের সময় মুখের বিকৃতি দেখা যায়। A-এর অর্থ হাত। স্ট্রোকের সময় হাত উপরে তুলতে বা নাড়াতে সমস্যা হয়। S-এর অর্থ হল স্পিচ। এই সময় কথা জড়িয়ে যেতে থাকে। T-এর অর্থ টাইম। প্রথম তিনটির কোনও একটি ঘটলেই বুঝতে হবে স্ট্রোকের লক্ষণ এগুলি। এই সময় দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত রোগীকে।