West Bengal School Holiday List 2024: গরমে ১০দিন, নতুন বছরে কবে কবে স্কুল ছুটি জেনে নিন, রইল তালিকা

পুরোনো বছর শেষ হতে চলেছে। আসছে ২০২৪ সাল। নতুন ইংরাজি বছরে মূলত অগস্ট পর্যন্ত কবে কবে স্কুল ছুটি থাকবে সেটা জেনে নিন। গোটা তালিকাটা দেওয়া থাকল এখানে। তালিকাটা আগে থেকে জানা থাকলে সেই মতো পরিকল্পনা করতেও সুবিধা হয়। কবে পরিবার নিয়ে কিংবা একলা বেড়াতে যাবেন, কবে পরপর ছুটি রয়েছে সেগুলি একবার ভালো করে দেখে নিন।

ছুটির পূর্ণাঙ্গ তালিকা অনুসারে দেখা যাচ্ছে, ১লা জানুয়ারি ইংরেজি নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে। ১২ জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে ছুটি থাকলেও বিদ্যালয়ে উপস্থিত থেকে তা পালনীয়। ২৬শে জানুয়ারি ছুটি থাকলেও তা বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়।

 

স্কুল ছুটির তালিকা। মধ্য়শিক্ষা পর্ষদ

সরস্বতী পূজোর আগের দিন ১৩ ফেব্রুয়ারি ছুটি থাকবে। সরস্বতী পুজোর দিন ও ঠাকুর পঞ্চানান বর্মার জন্মদিবস একই দিনে-ছুটি থাকবে ১৪ ফেব্রুয়ারি। সবে-ই -বরাত ২৬ ফেব্রুয়ারি ছুটি থাকবে। ৮ মার্চ ছুটি থাকবে শিবরাত্রির জন্য। ২৫ মার্চ দোলযাত্রা ছুটি থাকবে। ২৬ মার্চ হোলি ছুটি থাকবে। ২৯ মার্চ গুড ফ্রাইডে ছুটি থাকবে। ০৬ এপ্রিল শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ছুটি থাকবে, ১০ এপ্রিল ইদ উল ফিতরের আগের দিন ছুটি। ১১ এপ্রিল ইদের দিন ছুটি।

১৪ এপ্রিল বাংলা নববর্ষ ও ডঃ বিআর আম্বেদকরের জন্মদিবস। ২১ এপ্রিল মহাবীর জয়ন্তী ছুটি থাকবে। তবে দুদিনই রবিবার পড়েছে। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৪ দিন ছুটি।

মে মাস থেকে অগস্ট মাস পর্যন্ত ১৮দিন ছুটি থাকছে।

 

<p>স্কুল ছুটির তালিকা। </p>

স্কুল ছুটির তালিকা। 

১লা মে দিবস ছুটি থাকছে, ০৮ মে রবীন্দ্রজয়ন্তী ছুটি থাকবে। ০৯.০৫.২০২৪ থেকে ২০.০৫.২০২৪ পর্যন্ত গরমের ছুটি থাকবে ১০দিন রবিবার বাদে। ২৩ মে ছুটি বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিন উপলক্ষে। ১৭ জুন ছুটি বরকি ইদের জন্য। ০৭ জুলাই রথযাত্রা ছুটি থাকবে স্কুল। ১৭ জুলাই মহরমের ছুটি। ১৫ অগস্ট ছুটি স্বাধীনতা দিবসে। তবে বিদ্যালয়ে উপস্থিত থেকে পালন করতে হবে দিনটিকে। ১৯ অগস্ট রাখী বন্ধনের ছুটি আর ২৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি থাকবে।