মদকাণ্ডের নিষেধাজ্ঞা শেষে মাঠের খেলায় তপু, অপেক্ষায় জিকো

প্রিমিয়ার লিগ ফুটবল শুক্রবার থেকে শুরু হয়েছে। এই দিনে সুখবর পেয়েছেন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলতে গিয়ে মদকাণ্ডের কারণে নিষিদ্ধ হওয়া তপু বর্মণ। শাস্তি শেষে মাঠের খেলায় ফিরেছেন এই ডিফেন্ডার। তবে আরেক নিষিদ্ধ ফুটবলার আনিসুর রহমান জিকো রয়েছেন অপেক্ষায়। 

আগেই দুজনের ওপর থেকে  নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল কিংস। অনুশীলনও করে যাচ্ছিলেন তারা।  তপুর অপেক্ষার অবসান হয়েছে। মাঠের খেলায় ফিরেছেন প্রিয় কিংসের জার্সিতে। প্রিমিয়ার লিগে ব্রাদার্সের বিপক্ষে কিংসের হয়ে ৯০ মিনিট খেলেছেন জাতীয় দলের সহঅধিনায়ক।

তপু আগেই বলেছিলেন, ‘ক্লাব আমাকে শাস্তি দিয়েছে, আমি মাথা পেতে নিয়েছি। এখন মাঠে ফেরার অপেক্ষা করছি। তবে মাঠের বাইরে থাকাটা কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। সুযোগ পেলে আগের মতো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।’

অন্যদিকে গোলকিপার জিকোর মাঠের খেলায় ফেরাটা সময়সাপেক্ষ হতে পারে। তার জায়গায় তরুণ মেহেদী হাসান শ্রাবণ একটু একটু করে ভালো করছেন। হয়তো দেরিতে হলেও সামনের যে কোনও ম্যাচে জিকোকে দেখা যেতে পারে।