২১৬ রানের ব্যবধানে হারলো বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুটি ম্যাচ হেরে সিরিজ হারলো লাল-সবুজ জার্সিধারীরা। সিরিজ হারলেও প্রাপ্তি কম নয় বাংলাদেশের। এর আগে দক্ষিণ আফ্রিকায় আটটি ওয়ানডে খেলে জয়হীন ছিল বাংলাদেশ। এবার প্রথম ম্যাচেই জয়খরা ঘুচিয়ে সিরিজে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। তবে শনিবার দিনটি বাংলাদেশের ছিল না। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ছন্দহীন ক্রিকেট খেলে ২১৬ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে নিগার সুলতানার দলকে।

বাংলাদেশের বোলারদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে প্রোটিয়ারা ৩১৬ রানের পাহাড় গড়ে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে ঠিক যেভাবে শুরুর প্রয়োজন ছিল সেটি করতে পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে সফরকারীরা ৩১.১ ওভারে ১০০ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন রিতু মনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে ফাহিমা খাতুনের ব্যাট থেকে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩১৬ রান করে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। দুই ওপেনার মিলে ২৪৩ রানের জুটি গড়েন। মারুফা আক্তারের করা ৪৩তম ওভারের প্রথম বলে আউট হন লরা। ১৩৪ বলে ১৩টি চার ও ১ ছক্কায় ১২৬ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ওপেনার। দলীয় ২৫১ রানের মাথায় তাজমিনকে ফেরান রিতু মনি। তিনি ১২৪ বলে ৮টি চার ও ২ ছক্কায় ১১৮ রান করে  আউট হন। এরপর আরও দুই উইকেট নিলেও লাভ হয়নি কোনও, ততক্ষণে প্রোটিয়ারা তুলে ফেলেছে ৩১৬ রানের বিশাল সংগ্রহ।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান দুটি এবং রিতু মনি ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন।