Geeta Path: ব্রিগেডে গীতাপাঠ! আসবেন না মোদী, কখন থেকে শুরু? অনুষ্ঠানসূচি জেনে নিন

ব্রিগেডে গীতাপাঠ। একেবারে হইহই কাণ্ড! সাজো সাজো রব ব্রিগেডে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু তিনি আসবেন না বলে আগেই জানা গিয়েছিল।

লক্ষ কণ্ঠে গীতাপাঠ। একদিকে টেট পরীক্ষা। অন্যদিকে কলকাতা জুড়ে সাধু সন্তদের আগমন। গত কয়েকদিন ধরে তার প্রস্তুতিও চলেছে পুরোদমে। দুলাখ লোক আসবেন বলে আগেই দাবি করেছিলেন সাধুসন্তরা। তবে মোদী না আসার খবর ছড়িয়ে পড়তে কতটা ভিড় হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে ইতিমধ্য়েই রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিলেন। তিনি আগেই জানিয়েছেন, অনুষ্ঠানের দিন আমরা মানে যাদের আপনারা নেতা বলেন তাঁরা মঞ্চে থাকবেন না। তারা সবাই দর্শক আসনে থাকবেন। তবে হিন্দু হিসাবে গীতাপাঠে অংশ নেব।

একাধিক সংগঠন এই গীতাপাঠের আয়োজন করছে। রবিবার সকাল ৯টা থেকেই অংশগ্রহণকারীরা ব্রিগেডের ওই ময়দানে হাজির হয়ে যাবেন। সকাল ১০টা থেকে মূল অনুষ্ঠানটি শুরু হবে। তার সময়সূচিটা জেনে নিন।

১০টা থেকে শুরু হবে ভজন। সাড়ে ১০টা থেকে শুরু হবে শোভাযাত্রা। এরপর শোভাযাত্রা শেষ হলেই আরতি শুরু হবে ১১টা ৫ মিনিট থেকে। ১০ মিনিট হবে আরতি। এরপর শুরু হবে বেদ পাঠ। সাড়ে ১১টা পর্যন্ত বেদপাঠ চলবে। এরপর শঙ্করাচর্যকে বরণ করা হবে। পৌনে ১২টায় স্বাগত ভাষণ শুরু হবে। ভাষণ শেষ হলে ফের শুরু হবে গীতাপাঠ। মোটামুটি ১২টা ১০ থেকে শুরু হবে গীতাপাঠ। এক ঘণ্টা ধরে চলবে গীতাপাঠ। সেখানে গীতাপাঠে গলা মেলাতে পারবেন ভক্তরা। সওয়া ১টা নাগাদ গীতাপাঠ শেষ হওয়ার পরে বক্তব্য রাখবেন দ্বৈতপতিজি। এরপরই শেষ হবে গীতাপাঠের আসর।

ব্রিগেডে নানা ধরনের অনুষ্ঠান দেখতে অভ্য়স্ত বাংলা। লাল বাংলায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হতেন এই ব্রিগেডেই। আর সেই ব্রিগেডে এবার গীতাপাঠের আসর। লক্ষ কণ্ঠে গীতাপাঠ। শেষ পর্যন্ত কতটা সফল হয় এই গীতাপাঠ সেটাই এখন দেখার। কারণ সবার উপরে খচখচ করছে একটাই কথা, মোদী আসছেন না।