Bride asks guests to pay fine: ‘জরিমানা দিন’! বিয়েতে না-আসায় অতিথিদের থেকে ক্ষতিপূরণ চাইলেন কনে

এক দুদিন নয়, আঠারো মাস আগে থেকে নিজের বিয়ের ব্যাপারে আত্মীয়দের জানিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক তরুণী। তার পরও অনেকে বিয়েবাড়িতে এসে উপস্থিত হননি। এবার তার পরিপ্রেক্ষিতে মোক্ষম বন্দোবস্ত করল ওই কনে। অতিথিদের কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা চাইল ওই কনে। কেন? কারণ বিয়েবাড়ি না আসার শাস্তি নাকি এটাই।

(আরও পড়ুন: Bizarre Rituals: বিয়ের আগে সঙ্গম করতে হবেই! মাঙ্গিয়ান পুরুষদের মানতে হয় অদ্ভুত রীতি)

অস্ট্রেলিয়ান কনে ঠিক কী করলেন

সাধারণত, খুব পরিচিত কোনও বন্ধু বা আত্মীয়কে বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান সবাই। বিয়ের দিন তিনি যাতে উপস্থিত থাকেন, তাও অনেকে আশা করেন। কিন্তু তার পরও কেউ না এলে তা নিয়ে অনেকেই অভিমান করেন। শুধু তাই নয়, কেউ কেউ এর জন্য বন্ধু বা আত্মীয়কে কথা শোনাতেও ছাড়েন না। কিন্ত অস্ট্রেলিয়ার ঘটনা যেন সেই সবকে ছাড়িয়ে গেল। সেখানেও কনে বেশ রাগ করেছিলেন। কিন্তু রাগের বহিঃপ্রকাশ ঘটল অন্যভাবে। দেখা গেল, অতিথিদের এর জন্য জরিমানা দিতে বলছে কনে। এবং সেই জরিমানার অর্থটাও বেশ মোটা অঙ্কের। (Australian bride asks guest to pay fine)

(আরও পড়ুন: Train live location on Google: গুগলই বলে দেবে ট্রেন কোথায় আছে! একগুচ্ছ সুবিধা পাবেন ২০২৪ সালের নয়া আপডেটে)

কেন এই জরিমানা ধার্য করা হল

সে কথাও সংবাদমাধ্যমে বিস্তারিত জানান ওই তরুণী। তার কথায়, বিয়ের জন্য বেশ মোটা অঙ্কের একটি খরচ তাকে করতে হয়েছে। বিয়েতে কোন কোন অতিথি আসতে পারছেন, তা আগে থেকেই খোঁজখবর করেছিলেন তিনি। সেই সময় সকলেই তাঁকে জানান যে তারা আসছেন। অথচ আসার ঠিক আগের দিন ১০ জন জানান তারা আসতে পারবেন না। কারণ এক রাজ্য থেকে আরেক রাজ্য যেতে তাদের অনেক খরচ হয়ে যাচ্ছে। এদিকে তাদের জন্য বড় আয়োজন করে বসে আছেন কনে। 

রাগ চড়ে যায় কনের মাথায়

শেষ মুহূর্তে অতিথিদের মুখে অজুহাত শুনে রীতিমতো রেগে যান ওই কনে। তিনি ঠিক করেন, ওই অতিরিক্ত খরচের অর্থ অতিথিদের থেকেই নেবে। সংবাদমাধ্যমকে কনে বলেন, অতিথিদের জন্য সবরকম আয়োজন করা হয়েছিল। সিট বুকিং থেকে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। তার জন্য একটি বড় অর্থ খরচ হয়। এবার সেই ক্ষতিই জরিমানা মারফত কিছুটা পূরণ করতে চায় ওই কনে।