গণহত্যার দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

গণহত্যার দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট আলফ্রেডো ক্রিস্টিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) তাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মামলার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ১৯৮১ সালে গৃহযুদ্ধের সময় প্রায় এক হাজার মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া তার চার সহযোগীকেও গ্রেফতারের আদেশ দিয়েছে আদালত।

আদালতের রেজোলিউশন অনুসারে আইনজীবী আলেজান্দ্রো দিয়াজ এএফপিকে বলেন, ১৯৮১ সালের হত্যাকাণ্ডের পরে ক্রিশ্চিয়ানিকে ‘অস্থায়ীভাবে আটক’ করা হয়েছিল। কিন্তু পরে সাধারণ ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে যান তিনি।

যারা গণহত্যার জন্য দায়ী ও যারা এই ঘটনার তদন্তকারীদেরকে বাধা দিয়েছে তাদের বিচার চেয়ে দিয়াজ বলেন, আমরা অপরাধীদের বিচার দেখতে চাই।

২০২২ সালের মার্চ মাসে ছয় ক্যাথলিক যাজক ও অন্য দুজনকে হত্যা পরিকল্পনার অভিযোগে ক্রিস্টিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এক বিচারক।

প্রতিবেদন থেকে জানা গেছে, লাতিন আমেরিকার বৃহত্তম দেশ এল সালভাদরে ১৯৮০-১৯৯২ সালে গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল। জানা গেছে, ১৯৮১ সালের ৯ থেকে ১৩ ডিসেম্বরে মার্কিন-প্রশিক্ষিত আটলাকাটল কাউন্টার ইনসারজেন্সি ব্যাটালিয়নের নেতৃত্বে সালভাদোরান সেনাবাহিনী অভিযান চালায়। সেই ঘটনায় প্রায় ৭৫ হাজার মানুষ মারা যান। অন্তত সাত হাজার মানুষ নিখোঁজ হন।