লোকসভার আগে নিয়োগ নিয়ে নির্দেশ, থানা থেকে সাপ্তাহিক তথ্য তলব নির্বাচন কমিশনের

নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এই তালিকা প্রকাশের পরই রাজ্যে আসতে চলেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবার রাজ্যকে লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। এই নির্বাচনের প্রস্তুতিতে অফিসার নিয়োগ–সহ বাকি কাজ শুরু করার নির্দেশও দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবার বাংলার সব থানার পক্ষ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এই রিপোর্ট জোগাড় করে তা পাঠিয়ে দেবে লালবাজার নির্বাচন কমিশনকে।

এদিকে সব রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে নির্বাচন কমিশন জানিয়েছে, এমন অফিসারদেরই নির্বাচনের কাজে নিয়োগ করা যাবে, যাঁদের বিরুদ্ধে আগে কোনও শাস্তিমূলক পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন। পদ থেকে আগে কাউকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়ে থাকলে তাঁকে নির্বাচনের দায়িত্বে রাখা যাবে না। এমনকী একই পদে তিন বছর হয়েছে যাঁদের তাঁদের অন্য স্থানে বদলি করতে হবে। পুলিশ–সহ প্রশাসনের বাকি আমলাদের ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে। নির্বাচন কমিশন চিঠিতে উল্লেখ করেছে, লোকসভার মেয়াদ শেষ হতে চলেছে। তাই ভোটগ্রহণের প্রস্তুতি এখনই শুরু করতে হবে।

অন্যদিকে আইনশৃঙ্খলা–সহ নানা বিষয়ে রিপোর্ট জমা দিতে থানাগুলিকে নির্দেশ দিল লালবাজারের ইলেকশন সেল। প্রত্যেক সপ্তাহের তথ্য শুক্রবার পাঠাতে বলা হয়েছে। লালবাজারের পক্ষ থেকে কলকাতা পুলিশের থানাগুলির কাছে ২১ পাতার ওই নির্দেশ পৌঁছে গিয়েছে। সব থানা থেকে ওই রিপোর্ট জমা পড়লে তা পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনে। দুষ্কৃতীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর থেকে শুরু করে অস্ত্র–বিস্ফোরক উদ্ধার, রাজনৈতিক হিংসার তথ্য থানাগুলির কাছে তলব করেছে লালবাজার। এছাড়া এক একটি থানা এলাকায় বুথ বা ভোটগ্রহণ কেন্দ্র আছে তার তথ্যও চাওয়া হয়েছে। মদ ও টাকা উদ্ধারের তথ্যও চাওয়া হয়েছে।

আরও পড়ুন:‌ কলকাতার তিনটি হাসপাতালে ৩ করোনাভাইরাস আক্রান্ত, হচ্ছে জিনোম সিকোয়েন্সিং

নির্বাচন কমিশন চিঠিতে রাজ্য প্রশাসনের অফিসারদের তালিকা তৈরি করতে বলেছে। কোন অফিসার কতদিন একই পদে আছে তাও জানাতে বলা হয়েছে। পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও একই তথ্য তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত কয়েক মাসে পুলিশ–সহ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, এসডিও, বিডিও পদে বড় রদবদল করেছে রাজ্য সরকার। ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তবে তালিকা সংশোধনের সময় সাধারণত অফিসাদের বদলি করা হয় না।