S Jaishankar: ‘চিন-ভারত যুদ্ধের পরেও…’ সীমান্ত সুরক্ষা নিয়ে আগের সরকারকে বিঁধলেন জয়শঙ্কর

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার তিনি জানিয়েছেন, চিনকে রুখতে ভারত তার সীমান্ত সংক্রান্ত পরিকাঠামো আরও উন্নত করছে। নতুন রাস্তা, ব্রিজ, টানেল তৈরি করা হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এই পরিকাঠামো ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। সেই সঙ্গে বিগত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আগের জমানায় সীমান্ত কতটা অবহেলিত ছিল সেকথা উল্লেখ করেন তিনি।

এস জয়শঙ্কর জানিয়েছেন, আগের জমানার তুলনায় সীমান্ত এলাকায় আরও গুরুত্ব দেওয়া হয়। আর এটা সীমান্তে থাকা দরকার।

মন্ত্রী জানিয়েছেন, ১৯৬২ সালে চিনের বিরুদ্ধে যুদ্ধে ভারতকে পিছু হঠতে হয়েছিল। সেটা থেকেও শিক্ষা নেয়নি আগের সরকার। তারা বার বার সীমান্ত সংক্রান্ত ব্যাপারকে অবহেলা করে এসেছে।

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই সীমান্তে দ্রুত পরিবর্তন হতে থাকে। কারণ সীমান্তকে যে গুরুত্ব দেওয়া দরকার সেটা ভালোই জানে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় বিদেশমন্ত্রী জানিয়েছেন, অস্ত্রের উন্নতি করা, পারস্পরিক সম্পর্কগুলিকে উন্নত করা এটা শুধু আমাদের প্রতিরক্ষার নীতি নয়, এটা হল আমাদের কূটনৈতিক বিষয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ওদের জন্য় একটা বিবরণ দেওয়া যাক। বর্তমানে রাস্তার উন্নতি হয়েছে দুগুণ, ব্রিজ আর টানেল করা হয়েছে তিন গুণ আর সীমান্তের উন্নতিতে বাজেট বরাদ্দ করা হয়েছে ৪ গুণ। আগের জমানার সঙ্গে তুলনা করলে এটাই বলা যায়।

এস জয়শঙ্কর জানিয়েছেন, প্রথাগত নিরাপত্তার ব্যবস্থা তো রয়েছেই। ভারতে কিছু পরিবর্তনও করা হয়েছে। ২০১৪ সালের পর থেকে প্রতিরক্ষাক্ষেত্রে ভারতের যে উন্নতি হয়েছে তার ইতিবাচক ফল রয়েছে।

তিনি বলেন, আমাদের ভূরাজনৈতিক যে হিসেব নিকেশ রয়েছে তার সঙ্গে এমন কিছু দেশের সঙ্গে সম্পর্ক রাখার বিষয় রয়েছে যারা চাপে সময়গুলিতে আমাদের নির্ভরযোগ্য অংশীদার হিসাবে পাশে থাকে।