INDW Vs AUSW: Harmanpreet Kaur Credits Support Staffs Following Historic Win

মুম্বই: রবিবাসরীয় ওয়াংখেড়েতে ইতিহাস রচনা করল ভারতীয় ক্রিকেট দল (Indian Women’s Cricket Team)। আট উইকেটে অস্ট্রেলিয়াকে হারালেন হরমনপ্রীত কৌররা (Harmanpreet Kaur)। এই প্রথমবার অস্ট্রেলিয়াকে লাল বলের ক্রিকেটে পরাজিত করল ভারতীয় মহিলা দল। দুরন্ত জয়ের জন্য ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কিন্তু দলের সাপোর্ট স্টাফ, বোলিং, ব্যাটিং কোচকেই বাহবা দিচ্ছেন।  

ম্যাচের শেষে অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘আমার এত বছর যে এত খাটা খাটনি করেছি, এটা তারই পুরস্কার। আমাদের সকল সাপোর্ট স্টাফ, বিশেষ করে ব্যাটিং কোচ এবং বোলিং কোচের বাহবা প্রাপ্য়। আমরা বাড়াবাড়ি করিনি, বরং জিনিসপত্র সহজ, সরল রাখার চেষ্টা করেছি। সেটারই সাফল্য পেলাম।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ইতিবাচক ক্রিকেট খেলার পরিকল্পনা করেছিলেন বলেই জানান হরমনপ্রীত।

 

‘আমাদের মনে হয়েছিল যে আমরা ইতিবাচক ক্রিকেট খেলতে পারলে সেটা আমাদের সাহায্য করত। আমরা এই দল তো একসঙ্গে বহুদিন ধরেই খেলছি। তাই একটু অদল বদল করে দেখার চেষ্টা করেছিলাম। রিচা কেমন ব্যাটিং করে আমরা সকলেই জানি। ও ক্রিজে টিকে থাকলে আগ্রাসী মেজাজে ব্যাটিং করবে। তাই ওকে ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হয়েছিল। আমরা রক্ষণাত্মক ক্রিকেট খেলে পিছনে ফিরে আসতে চায়নি। চেয়েছিলাম ইতিবাচক ক্রিকেট খেলে ম্যাচের রাশ আমাদেরই হাতে রাখতে।’ বলে জানান হরমনপ্রীত।

লক্ষ্য ছিল মাত্র ৭৫ রানের। ইতিহাস গড়ার হাতছানি ছিল। খুব বেশিক্ষণ সময় নষ্ট করলেন না ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটাররা। মাত্র ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে জয় ছিনিয়ে নিলেন হরমনপ্রীত কৌররা। ম্যাচে প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে মোট ৭ উইকেট নিয়ে ম্য়াচের সেরা হয়েছেন স্নেহ রানা।

৭৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিলেন ২ ভারতীয় ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা। তবে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও মাত্র ৪ রান করে ফিরে যান শেফালি। তবে তৃতীয় উইকেট জুটিতেই মূলত ভারতের জয় নিশ্চিত করে দেন স্মৃতি ও রিচা। প্রথম ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ২ জনই। এদিনও ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তাঁরা। যদিও ১৩ রানের ইনিংস খেলেন রিচা। তবে রিচা ফিরে গেলেও স্মৃতি শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৬টি বাউন্ডারি হাঁকিয়ে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেললেন স্মৃতি। ১২ রান করে অপরাজিত থাকেন জেমাইমা। 

উল্লেখ্য, দ্বিতীয় ইনিংসে ২৬১ রানে গুটিয়ে গেল অজিরা। ৪ উইকেট নিলেন স্নেহ রানা। ২টো করে উইকেট নেন হরমনপ্রীত কৌর  ও রাজেশ্বরী গায়কোয়াড। ১টি উইকেট নেন পূজা ভাস্ত্রাকার। গতকাল তৃতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৩৩ রান বোর্ডে তুলে নিয়েছিল অজিরা। ৪৬ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল তারা। এদিন অবশ্য আর মাত্র ২৮ রান বোর্ডে যোগ করতেই বাকি সব উইকেট হারিয়ে বসে অজি শিবির। তাহিলা ম্যাকগ্রা ৭৩ রানের ইনিংস খেলেন দ্বিতীয় ইনিংসে। তিনিই অজিদের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। এই নিয়ে ম্যাচের ২ ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন অজি অলরাউন্ডার। এলিসা পেরি ৪৫ রান ও ক্যাপ্টেন অ্যালিসা হিলি ৩২ রান করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: প্রথম টেস্টের আগেই ফিরলেন তিনি, ভারতীয় শিবিরে যোগ দিলনে বিরাট কোহলি