Murder: ইঞ্জিনিয়ার বান্ধবীকে চেন দিয়ে বেঁধে, ব্লেড দিয়ে কেটে, জীবন্ত জ্বালিয়ে দিল রূপান্তরকামী

একেবারে হাড়হিম করা ঘটনা বললেও একে খুব কম বলা হয়। চেন্নাইয়ের থালামবুরে এক সফটওয়ার ইঞ্জিনিয়ারকে চেন দিয়ে বেঁধে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। মৃত তরুণীর  নাম আর নন্দিনী। বয়স ২৫ বছর। বাসিন্দারা তার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছে। ২৩ ডিসেম্বর রাতে তার শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কাটা হয়েছিল বলে অভিযোগ। ঘাড়ে, হাতে, পায়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে তার। পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে। 

তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানেই মৃত্যু হয় তার। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই তরুণী মাদুরাইয়ের বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশ জেনেছে এই ঘটনার পেছনে কোনও রূপান্তরকামী থাকতে পারে। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, নন্দিনীর সঙ্গে পন্ডি মহেশ্বরী বলে একজন পড়ত। তার বয়স এখন ২৬ বছর। এদিকে পরে মহেশ্বরী আবার নাম বদলে হয়ে যান ভেত্রিমারান। গত ৮ মাস ধরে তিনি একটি সফটওয়ার কোম্পানিতে চাকরি করেন। নন্দিনী এরপর ওই ভেত্রিমারানের প্রেমে পড়েন। কিন্তু এই প্রেম বেশিদিন টেকেনি। ইদানিং নন্দিনী অন্য একজনের সঙ্গে কথা বলতেন। মনে করা হচ্ছে সেই প্রতিহিংসা থেকেই নন্দিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিল পুরানো বন্ধু। 

মনে করা হচ্ছে ওই ভেত্রিমারান রূপান্তরকামী হওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু নন্দিনীর সঙ্গে অন্য় কারো মেলামেশা তিনি মানতে পারেননি। কিন্তু একেবারে চেন দিয়ে বেঁধে, ব্লেড দিয়ে কেটে, পেট্রল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

শনিবার রাতে খুনের উদ্দেশ্য নিয়েই নন্দিনীর বাড়িতে গিয়েছিলেন ওই ব্যক্তি। প্রথমে ব্লেড নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কেন সে এইভাবে খুন করল সেটা দেখা হচ্ছে।