Lucknow Super Giants Full List Of Players, Strengths And Weakness Following IPL Auction 2024

লখনউ: দুই মরশুমে আগেই আত্মপ্রকাশ করেছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গুজরাত টাইটান্সের মতো লখনউ খেতাব জিততে না পারলেও, দুই মরশুমেই কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন দল বেশ ভালই পারফর্ম করেছে। আসন্ন মরশুমে খেতাব জয়ের জন্য ফের একবার ঝাঁপাবে লখনউ। সেই লক্ষ্যে মোটামুটি সেট দল ধরেই রেখেছিল নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। মাত্র ছয় খেলোয়াড়ের জায়গা এবং ১৩.১৫ কোটি টাকা নিয়ে নিলামে নেমেছিল লখনউ।

লখনউ নিজেদের পার্সের প্রায় অর্ধেক টাকা ভারতীয় ফাস্ট বোলার শিবম মাভিকে দলে নিতেই খরচ করে দেয়। ৬.৪০ কোটি টাকায় মাভিকে নিলামে কেনে লখনউ। পাশাপাশি দলের দুই বিদেশি তারকা অলরাউন্ডার অ্যাস্টন টার্নার এবং ডেভিড উইলিকে যথাক্রমে এক এবং দুই কোটি টাকায় দলে নেয় লখনউ। ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডা, কৃষ্ণাপ্পা গৌতম, মার্কাস স্টোইনিসদের মতো তারকা অলরাউন্ডাররা আগে থেকেই লখনউয়ের দলের অংশ ছিলেন। এই দুই তারকা যুক্ত হওয়ায় সেই বিভাগ আরও মজবুত হল। আর টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডাররা কতটা অপরিহার্য, তা আর নতুন করে বলার কিছু নেই। কেএল রাহুল, দেবদত্ত পাড়িকালদের নিয়ে তৈরি দলের টপ অর্ডারও কিন্তু ভীষণ মজবুত।

দলের দুর্বলতা বলতে দলের স্পিন বিভাগ। লখনউয়ের দলে এক অভিজ্ঞ লেগ স্পিনার অমিত মিশ্র এবং এক তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই রয়েছেন। এই দুই তারকা বাদে ক্রুণাল পাণ্ড্য, দীপক হুডারা রয়েছেন বটে, তবে বিশ্বমানের স্পিনারের অভাব দলকে চিপক, অরুণ জেটলি স্টেডিয়ামের মতো স্পিন সহায়ক মাঠে সমস্যায় ফেলতে পারে। ভাল স্পিনারের অভাবের কারণেই ইনিংসের শুরুতে বোলাররা উইকেট তুলতে না পারলে, লখনউকে পরের দিকে চাপে পড়তে হতে পারে। নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি নক আউটের ঘেরাটোপ পার করে খেতাব নিজেদের ঘরে তুলতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়। 

ব্যাটার

কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি’কক, নিকোলাস পুরান, আয়ূষ বাদোনি, দেবদত্ত পাড়িকাল, প্রেরক মাঁকড়

অলরাউন্ডার

কাইল মায়ার্স, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, ক্রুণাল পাণ্ড্য, যুদ্ধবীর সিংহ, কে গৌতম, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি

বোলার

রবি বিষ্ণোই, নবীন উল হক, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মহসিন খান, শিবম মাভি, ময়ঙ্ক যাদব, এম সিদ্ধার্থ, মহম্মদ আর্শাদ খান

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন: মেগা তারকাদের উপর নির্ভরশীলতা, ব্যাকআপের অভাব? আইপিএল ২০২৪-র জন্য কেমন দল গড়ল কেকেআর?