Sameer Khandekar: ‘স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন,’ একথা বলে মঞ্চেই মৃত্যু IIT প্রফেসরের

আইআইটি কানপুরের ডিন অফ স্টুডেন্ট অ্য়াফেয়ার্স অ্যান্ড হেড অফ মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর সমীর খান্দেকর। শুক্রবার মঞ্চে বক্তব্য রাখছিলেন তিনি। আর সেই সময়ই তিনি মঞ্চেই লুটিয়ে পড়েন। সেখানেই মৃত্যু হয় তার। শুক্রবার সন্ধ্যের ঘটনা।

তাৎপর্যপূর্ণভাবে প্রফেসর খান্দেকর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে বক্তব্য রাখছিলেন। প্রাক্তনীদের সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময় তিনি মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এরপর লুটিয়ে পড়েন তিনি। সেখানে উপস্থিত কয়েকজন জানিয়েছেন, খান্দেকরের শেষ কথা ছিল, আপনারা স্বাস্থ্যের উপর নজর রাখবেন। এরপর তাঁর কথা জড়িয়ে যাচ্ছিল। সেই সঙ্গে তিনি প্রবল ঘামছিলেন । এরপর তিনি মঞ্চে বসে পড়েন।

এদিকে সেই সময় অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি আবেগ বিহ্বল হয়ে গিয়েছেন। তারপর তিনি লুটিয়ে পড়েন। এরপরই তাঁকে কার্ডিওলজি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

সূত্রের খবর, তাঁর কোলেস্টরলের সমস্য়া রয়েছে। আইআইটির অডিটোরিয়ামে এই অনুষ্ঠান ছিল। সেখানে পদ্মশ্রী প্রফেসর হরিশচন্দ্র ভার্মা সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। প্রফেসর ভার্মা জানিয়েছেন, সন্ধ্যে ৬টা নাগাদ ঘটনাটি হয়। তিনি বলেন, দিন দুয়েক আগেই তিনি সোপান আশ্রমে গিয়েছিলেন। সেখানে তিনি পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে তিনি টিপস দিয়েছিলেন।

অত্যন্ত মর্মান্তিক ঘটনা। শিক্ষক, ছাত্রছাত্রী, স্টাফদের মধ্য়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পুত্র প্রভা খান্দেকর কেমব্রিজে পড়াশোনা করেন। তিনি আসার পরেই ওই শিক্ষাবিদের অন্ত্যেষ্টি ক্রিয়া হবে। আপাতত তাঁর দেহ স্বাস্থ্য় সেন্টারে শায়িত রয়েছে। সেখানে শেষ শ্রদ্ধা জানানো যাবে।