‘Injuries Are Never Fun’: Suryakumar Yadav Shares Video Of Him Walking With A Crutch Get To Know

মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় পা মচকে গিয়েছিল ফিল্ডিং করতে গিয়ে। কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপরই আশঙ্কা ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়ত পাওয়া যাবে না সূর্যকুমারকে। এবার সেই সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। শনিবার একটি ভিডিও ক্লিপিংস সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় দলের এই ডানহাতি ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে যে পায়ে ব্যান্ডেজ ও হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন সূর্য। ক্লিপসের সঙ্গে ওয়েলকাম সিনেমার একটি জনপ্রিয় সংলাপও জুড়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের পোস্টের ক্যাপশনে সূর্য লিখেছেন, ”সত্যি বলতে, চোট কখনওই খুব মজার হয় না। কিন্তু আমি এটাকে ইতিবাচক ভাবেই নিতে চাই। চোট সারিয়ে দ্রুত ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনারা সবাই ছুটির মরসুম উপভোগ করবেন এবং প্রতি দিনই মজা করার নতুন কোনও উপকরণ খুঁজে নেবেন।” সূত্রের খবর, গ্রেড-২ পর্যায়ের গোড়ালির চোট পেয়েছেন সূর্য। ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর খেলার সম্ভাবনা 

 


গোড়ালির চোটে কাবু সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার পরই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ১১ জানুয়ারি থেকে শুরু হবে যে সিরিজ। সেই সিরিজে হয়তো দেখা যাবে না স্কাইকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলার সময়ই গোড়ালিতে চোট পান সূর্যকুমার। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিনি এমনিতেই খেলেননি। আফগানদের বিরুদ্ধেও তিনি খেলতে পারবেন না বলেই ধরে নিচ্ছেন সকলে।

জোহানেসবার্গে ম্যাচে ফিল্ডিং করার সময় গোড়ালি মচকে যায় সূর্যর। যন্ত্রণায় তিনি এমনই কাতর ছিলেন যে, কার্যত দু’জনের কাঁধে ঘর করে ঝুলে ঝুলে মাঠ ছেড়ে বেরতে হয়। পা ফেলতেই পারছিলেন না তিনি। সম্ভবত গোড়ালির লিগামেন্ট ছিঁড়েছে মুম্বইয়ের ক্রিকেটারের। সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে স্কাইয়ের।

বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘সূর্যকুমার বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে গিয়েছিল। সেখানে মেডিক্যাল সায়েন্স টিম ওকে চোটের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলেই জানিয়েছে। তিন সপ্তাহের মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হবে। সেই সিরিজে সূর্য খেলতে পারবে না। টেস্ট দলে ও হয়তো থাকবে না। ফেব্রুয়ারিতে মুম্বইয়ের হয়ে রঞ্জি ম্যাচে মাঠে ফিরতে পারে সূর্যকুমার।’