Virat Kohli’s First Interview After Cricket World Cup Final Loss Get To Know

মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) মাটিতে টেস্ট সিরিজে সবার নজর থাকবে তাঁর ওপর। তিনি কেমন ব্যাটিং করেন, তার ওপর নির্ভর করতে পারে ভারতের এবারের টেস্ট সিরিজের ভাগ্য। কিন্তু সিরিজ শুরুর আগেই আচমকা দেশে ফিরে এসেছেন বিরাট কোহলি (Virat Kohli)। পারিবারিক কারণেই নাকি দেশে ফেরার সিদ্ধান্ত। তবে বোর্ড সূত্রে খবর, প্রথম টেস্ট (Test Cricket) শুরুর আগে সেঞ্চুরিয়নে পৌঁছে যাওয়ার কথা প্রাক্তন ভারত অধিনায়কের। সিরিজ শুরুর আগে অবশ্য সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন কিং কোহলি। সেখানে টেস্ট ফর্ম্যাটকেই ক্রিকেটের সেরার সেরা ফর্ম্য়াট বলে আরও একবার উল্লেখ করছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের হার তিনি ভুলে গিয়েছেন। শুধুই যেন টেস্ট ক্রিকেটই তাঁর কাছে এই মুহূর্তে প্রাধান্য পাচ্ছে। 

এক সাক্ষাৎকারে বিরাট বলেন, ”টেস্ট ক্রিকেট আমার কাছে ক্রিকেটের প্রতিষ্ঠান। এর সঙ্গে ঐতিহ্য জড়িয়ে। ক্রিকেট মানেই টেস্ট ক্রিকেট। টেস্টের পোশাক পরে মাঠে নামা, অন্য যে কোনও অনুভূতির থেকে আলাদা। ব্য়ক্তিগত স্তরে হোক বা দলগতভাবে হোক, দেশের জার্সিতে টেস্ট জেতা বা দেশকে কোনও টেস্ট ম্যাচে জেতানো, আমার কাছে ক্রিকেটার হিসেবে সবচেয়ে স্পেশাল মুহূর্ত নিঃসন্দেহে।”

 


উল্লেখযোগ্য, বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথমবার মাঠে নামতে চলেছেন বিরাট। গতবার দক্ষিণ আফ্রিকার মাটিতে যখন ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে নেমেছিল সেবার বিরাটই অধিনায়ক ছিলেন। সেবার ২-১ ব্য়বধানে সিরিজ হেরে গিয়েছিল ভারত। এবার অবশ্য রোহিত শর্মার নেতৃত্বে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল। 

উল্লেখ্য, বিসিসিআইয়ের তরফ থেকে সরকারি বিবৃতিতে রুতুরাজের চোটের কথা জানিয়ে দেওয়া হয়। রুতুরাজের পরিবর্ত হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ যে ভারতীয় দলে ঢুকে পড়লেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় চোর পেয়েছিলেন রুতুরাজ। আঙুলের সেই চোটই কাল হল তাঁর। আপাতত বেঙ্গালুরুর এনসিএতে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তিনি। এদিকে, দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতেই  এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন এই তরুণ উইকেটকিপার ব্যাটার।