Modi’s Message for Mass Gita Path: আসার কথা থাকলেও বাতিল হয় সফর, ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’ উপলক্ষে বার্তা পাঠালেন

আজ লক্ষ কণ্ঠে গীত পাঠ অনুষ্ঠিত হবে ব্রিগেডে। প্রাথমিকভাবে কথা ছিল, এই অনুষ্ঠানে যোগ দিতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে অনেক বদল করা হয়েছিল সেই অনুষ্ঠানে। তবে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, মোদী ব্রিগেডের অনুষ্ঠানে আসতে পারবেন না। তবে নিজে না আসতে পারলেও অনুষ্ঠানের আগের রাতেই ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠালেন নরেন্দ্র মোদী। (আরও পড়ুন: এবার ভারতের পতাকাবাহী জাহাজেই ড্রোন হামলা, বহন করছিল অশোধিত তেল)

এই নিয়ে কী লিখেছেন প্রধানমন্ত্রী মোদী? তাঁর কথায়, ‘কলকাতার প্যারেড গ্রাউন্ডে ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ, সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। এটা খুব আনন্দের। এক লক্ষ মানুষ গীতা পাঠ করে শোনাবেন। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এটাই আমাদের সংস্কৃতির ঐতিহ্য। একইসঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্যও আমাদের শক্তি। সেই মহাভারতের সময় থেকে ভারতের স্বাধীনতা আন্দোলন, বর্তমান সময়েও গীতা আমাদের অনুপ্রাণিত করে। গীতা জীবনের পথপ্রদর্শক। গীতা জ্ঞানের ভান্ডার। জীবন পরিচালনার হ্যান্ডবুক। আমি নিশ্চিত, একসঙ্গে এত মানুষের কণ্ঠে গীতাপাঠ আমাদের সামাজিক সম্প্রীতিকেই আরও জোরদার করবে। দেশের উন্নয়ন-যাত্রার ক্ষেত্রেও যা আবশ্যক। এইভাবে সবার মিলিত প্রচেষ্টাতেই ২০৪৭ সালের মধ্যে একটি শক্তিশালী, উন্নয়নশীল এবং অন্তর্ভুক্ত ভারত গঠনের স্বপ্ন পূরণ হবে। এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ মানুষের জীবনে সুখ-শান্তি নিয়ে আসুক। সেই কামনা করছি। আয়োজকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

আরও পড়ুন: কাশ্মীরে নমাজ আদায়ের সময় মসজিদেই জঙ্গিদের হাতে খুন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার

এদিকে বিজেপি সামনে থেকে এই কর্মসূচির নেতৃত্বে না থাকলেও গেরুয়া শিবির জড়িয়ে রয়েছে এর সঙ্গে। গীতা পাঠের অনুষ্ঠানে মোদী না থাকায় বিজেপি কর্মীরা যেন ‘মন মরা’। এই আবহে গেরুয়া শিবিরের মনোবল চাঙ্গা করতেই যেন মোদী এই বার্তা পাঠিয়েছেন। মোদীর লেখা সেই চিঠি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মোদীর চিঠি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানকে অটুট সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আমাদের উৎসাহিত করেছেন।’ এদিকে বিজেপি সূত্রে খবর, মোদীর এই বার্তা রবিবার ব্রিগেডে পাঠ করা হতে পারে। সকাল ৯টার মধ্যে ব্রিগেডে পৌঁছে যান বিজেপির একাধিক নেতারা। রবিবার ব্রিগেডে তাঁরা থাকবেন স্বেচ্ছাসেবকের ভূমিকায়। এর আগে গতকাল রাতেও ব্রিগেডে গিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। খতিয়ে এসেছিলেন প্রস্তুতি।