স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে আহতের অভিযোগ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সিকে কুপিয়ে আহতের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এ সময় প্রাইভেটকার ও মাইক ভাঙচুর করা হয়েছে। একই সময় মো. খায়ের ও মো. মহিউদ্দিন নামে দুই যুবলীগ নেতাকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার মাইজখার ইউনিয়নের গজারিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী মুন্তাকিম আশরাফ টিটু  বলেন, ‘আমার পক্ষে কাজ করায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে  কুপিয়ে আহত করেছেন এমপি প্রাণ গোপালের নেতাকর্মীরা। প্রতিদিন হামলা হচ্ছে। আমার অনেক নেতাকর্মী প্রতিদিন আহত হচ্ছেন। পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে বারবার অবহিত করছি, কিন্তু হামলা বন্ধ হচ্ছে না।’

এ বিষয়ে জানতে চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদের ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকার প্রার্থী বর্তমান এমপি ডা. প্রাণ গোপাল দত্ত এবং স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু।