Bangladesh Election 2023: ভোটের দিনেও হরতালের ডাক বিএনপি-র, সন্ত্রাসবাদী দল বললেন হাসিনা

ভোট যত এগিয়ে আসছে তত উত্তাপ বাড়েছে। বাড়ছে হিংসার ঝাঁঝ। সেই ঝাঁঝের পুরোটাই হচ্ছে বিরোধী বিএনপি-র মদতে তেমনটাই দাবি শাসকদল আওয়ামী লিগের। দলের প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসবাদী দল বলতেও দ্বিধা করেননি। এমনকি বিএনপিকে তিনি ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করেছেন।

এই নিয়ে পর পর তিনবার দেশের সাধারণ নির্বাচনে অংশ নিল না বিএনপি। ভোট ঘোষণার আগে থেকেই বিরোধীদলটি লাগাতার নানা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছে। এর মধ্যে টানা হরতাল, বাসে আগুন দেওয়ার মতো ঘটনা তো রয়েছে।

বিএনপি-র অভিযোগ, শাসকদল অগণতান্ত্রিক ভাবে ভোট করাতে চায়। বিরোধীরা যে ভোটে অংশগ্রহণ করুক তা চান না শেখ হাসিনা। 

এই অভিযোগ অস্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ হবে। জনগণ যাকে বেছে নেবেন তিনিই নির্বাচিত হবে। বিএনপির দিকে আঙুল তুলে বলেন, ‘ওরা কয়েক দফা ট্রেনে আগুন দিন, ফিসপ্লেট খুলে দিল, কয়েকজন মানুষ মারা গেল।বাসেও আগুন দিচ্ছে। ঘুমন্ত অবস্থায় খালাসি মারা গেল। দেশ জুড়ে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে।’

সন্ত্রাস-অবরোধ অব্যাহত

শনিবার ভোট সন্ত্রাসে এক জনের মৃত্যু হয়েছে। ইস্কান্দার খান নামে ওই নির্দল প্রার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া পটুয়াথালি বাউফলে উঠোন বৈঠক করে ফেরার সময় দুজন আওয়ামী লিগ কর্মীদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

বিরোধীদের লাগাতার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশী প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে আহ্বান জানানো হয়েছে। ভারতের তরফেও প্রতিনিধি পাঠানো হবে বলে জানা গিয়েছে।

(পডুন। ফ্রান্সে আটকে পড়া ৩০৩ ভারতীয়কে নিয়ে বড় নির্দেশ আদালতের, তবে কাটল না ধোঁয়াশা)

ভোটর দিনও হরতাল

বিএনপি ও অন্যান্য সমমনা দলগুলি ভোট বয়কটের ডাক দিয়েছে। এই সপ্তাহ থেকে টানা হরতাল- অবরোধ কর্মসূচি ডাক দিয়েছে দলগুলি। জানা গিয়েছে, ১ থেকে ৮ জানুয়ারি টানা ভোট বর্জন কর্মসূচি হিসাবে অবরোধ হরতাল জারি থাকছে।

ঢাকা জেলা ও মহানগরের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে শক্ত কোনও প্রতিনিধি না থাকায় ওই আসনগুলি জয়লাভের বিষয় নিশ্চিত শাসকদল।