IND Vs SA: Rohit Sharma Reveals Big Truth On His T20 World Cup Participation

সেঞ্চুরিয়ন: আমদাবাদের পর সেঞ্চুরিয়ন (Centurion)। ১৮ নভেম্বরের পর ২৫ ডিসেম্বর। এক মাস এক সপ্তাহে তাঁর জগতটা বদলে গিয়েছে আমূল।

১৮ নভেম্বর আমদাবাদে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল, তাঁর দল টানা ১০ ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে। এবং ফাইনালেও তাঁরাই ফেভারিট। আত্মবিশ্বাসে টগবগ করছিলেন অধিনায়ক।

তারপর ফের তাঁকে সাংবাদিকদের সামনে দেখা গেল ২৫ ডিসেম্বর সেঞ্চুরিয়নে। রোহিত শর্মার (Rohit Sharma) মনে এখনও গেঁথে রয়েছে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের যন্ত্রণা। কথা বলার ফাঁকে যা ছাইচাপা আগুনের মতো বেরিয়েও এল।

সেই সঙ্গে রোহিতের দিকে ধেয়ে এল টি-টোয়েন্টি কেরিয়ার নিয়ে বাউন্সারও। টি-টোয়েন্টি ক্রিকেটে কি তাঁকে ফের দেখা যাবে? আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেই টুর্নামেন্টে কি খেলবেন রোহিত? খেললে কি অধিনায়ক হিসাবেস নাকি শুধু ব্যাটার হিসাবে?

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যাদের ডেরায় গিয়ে কোনওদিনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। আর সেই অগ্নিপরীক্ষা দিতে নেমে রোহিতকে সামলাতে হল টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গোলাগুলি। রোহিত শান্ত গলায় বললেন, ‘আমি খেলা উপভোগ করতে চাই। আমার সামনে যে ধরনের ক্রিকেটই আসুক না কেন, খেলতে চাই।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে ২৩ টেস্ট খেলে মাত্র চারটিতে জিতেছে ভারত। প্রোটিয়া ভূমে ভারতের জয়ের হার মাত্র ১৭.৩৯ শতাংশ। একমাত্র অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানের মাটিতে ভারতের জয়ের হার এর চেয়ে কম। আগামী ১৩ দিনে কি সেই হিসেপ পাল্টাতে পারবেন রোহিত-বিরাট কোহলিরা?

তবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচে বাদ সাধতে পারে বৃষ্টি। সেঞ্চুরিয়নে টেস্ট ম্যাচের প্রথম দুদিন বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সেঞ্চুরিয়নের বাইশ গজ বোলারদের যেমন সাহায্য করবে, ব্যাটাররাও স্ট্রোক খেলতে পারবেন। কারণ, বল পড়ে ভালভাবে ব্যাটে আসবে। তবে খোলা মাঠ হওয়ায় সারাদিন হাওয়া চলে এবং বল স্যুইং করে। বাউন্সের বিরুদ্ধে দৃঢ়তা দেখালেও স্যুইংয়ের বিষে ভারতীয় ব্যাটিং বারবার সমস্যায় পড়েছে। তাই জেরাল্ড কোয়েৎজ়ে-মার্কো জানসেনদের বিরুদ্ধে অগ্নিপরীক্ষা ভারতের ব্যাটিংয়ের। শুভমন গিল, শ্রেয়স আইয়াররা উপমহাদেশের পিচে রান পেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের টেকনিক আরও ঘষামাজা করতে হবে। কোচ রাহুল দ্রাবিড় সকলকে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে বলেছেন। পাশাপাশি স্বীকার করে নিয়েছেন যে, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: ভাল কিছুর জন্য প্রথম পদক্ষেপ, কুস্তি সংস্থা বরখাস্ত হতেই উচ্ছ্বসিত সাক্ষী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে