Christmas Kolkata Metro 2023: বড়দিনে রেকর্ড ভিড় কলকাতা মেট্রোতে, গতবারকেও ছাপিয়ে গেল, দমদমে কত?

এবার বড়দিনেও মেট্রোর বিশেষ পরিষেবা ছিল। কলকাতার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মেট্রোতে ঘুরে বেরিয়েছেন আমজনতা। আর এবার বড়দিনে একেবারে রেকর্ড ভিড় হয়েছিল বলে খবর। মানে গতবার যে পরিমাণ ভিড় এই বড়দিনে মেট্রোতে হয়েছিল তার থেকেও এবার বেশি ভিড় মেট্রোতে। বড়দিনে মেট্রোতে একেবারে উপচে উঠল ভিড়।

এবার বড়দিনে ব্লু লাইনে সব মিলিয়ে ১৯৪টি পরিষেবা মিলেছিল।অনেক রাত পর্যন্ত বড়দিনে এই লাইনে মেট্রো চলাচল করেছে। যে সমস্ত জায়গাগুলিতে বড়দিনের ভিড় হয় সেই সংলগ্ন এলাকাগুলিতে যাওয়ার জন্য় উৎসবমুখর মানুষ মেট্রোকেই বেশি অগ্রাধিকার দেন। সান্তা টুপি পরে দলে দলে মেট্রোতে চড়েন যাত্রীরা। গোটা মেট্রো চত্বরই যেন উৎসবমুখর । যাত্রীদের সুবিধার জন্য নানা ব্য়বস্থা রয়েছে মেট্রোতে। আর সুরক্ষার উপরেও বিশেষভাবে খেয়াল করা হয়।

এবার মেট্রোর পরিসংখ্যান অনুসারে জানা গিয়েছে, বড়দিনে সব মিলিয়ে ৪ লাখ ৯৬ হাজার ৭৬২জন যাত্রী মেট্রোর ব্লু লাইন ব্যবহার করেছেন। গত বারে যত সংখ্য়ক যাত্রী এই ব্লু লাইন বড়দিনে মেট্রো চড়েছিলেন তার থেকে প্রায় ২৪ হাজার ২০০জন যাত্রী এবার বেশি ছিলেন।

পার্পল লাইনে যাতায়াত করেছেন ৪৭৫জন যাত্রী। আর গ্রিন লাইন ব্যবহার করেছেন ২৪ হাজার ৭৪০জন। 

তবে মেট্রোর পরিসংখ্য়ান মানে অবধারিতভাবে দমদম কতজন নামলেন আর উঠলেন তার একটা হিসাব থাকেই। সেই নিরিখে জানা যাচ্ছে, বড়দিনে সব মিলিয়ে ৫২ হাজার ৭৫১জন যাত্রী দমদমে যাতায়াত করেছেন। পার্কস্ট্রিটে এবার বড়দিনে যাত্রী সংখ্য়া ছিল ৩৭ হাজার ৩৫৮জন যাত্রী।  গতবার পার্কস্ট্রিটে এই যাত্রী সংখ্য়া ছিল ১৮ হাজার ৯০০জন। এবার এসপ্ল্যানেডে যাত্রী সংখ্যা ছিল ৪২ হাজার  ২৮৭ জন ও রবীন্দ্রসদনে যাত্রী সংখ্যা ছিল ৩৩ হাজার ১১২জন। 

এবার একেবারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে মেট্রোর যাত্রীর সংখ্য়া। উৎসব মুখর মানুষ মেট্রোতে চেপেই গিয়েছেন পার্কস্ট্রিটে, ধর্মতলায়।