Mumbai Bomb Threat Mail: ১১ জায়গায় বোম রাখা আছে, উড়িয়ে দেওয়া হবে, ব্যাঙ্কে এল হুমকি মেল, তারপর যা হল…

মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্ক , HDFC, ICICI ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে হুমকি দিয়ে ফোন আসে বলে খবর। একটি ইমেলে বলা হয় মুম্বইয়ের অন্তত ১১টি জায়গায় বোমা রাখা আছে। এদিকে ওই মেলের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্য়াগও দাবি করা হয়।

সেই হুমকি মেলে উল্লেখ করা হয়েছে, মুম্বইয়ের বিভিন্ন জায়গায় অন্তত ১১টা বোম রাখা হয়েছে। আরবিআইয়ের পাশাপাশি একাধিক বেসরকারি ব্যাঙ্কেও এই মেইল আসে। সেখানে বলা হয় এই ব্যাঙ্কগুলি বিরাট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। আগে কোনওদিন এমন কেলেঙ্কারি হয়নি। এই কেলেঙ্কারিতে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ একাধিক পদস্থ ব্যাঙ্ক কর্তার নাম উল্লেখ করা হয়েছিল।

মুম্বই পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের ১১টা বোম রাখা হয়েছে বলে মেল করা হয়েছিল। তিনটি জায়গার কথা উল্লেখ করা হয়েছিল এই মেলে। একটি হল আরবিআই নিউ সেন্ট্রাল বিল্ডিং ফোর্ট, মুম্বই, এইডিএফসি হাউজ চার্চগেট মুম্বই, আইসিআইসিআই ব্যাঙ্ক টাওয়ার বিকেসি, মুম্বই। সেই সঙ্গেই লেখা হয়েছিল দুপুর দেড়টা নাগাদ এই বোমা বিস্ফোরণ করা হবে।

ইমেলে বলা হয়েছে, আরবিআই গভর্নর ও অর্থমন্ত্রীকে অবিলম্বে তাঁদের পদ থেকে বের করতে হবে। এরপর যে কেলেঙ্কারি হয়েছে তা নিয়ে প্রেস বিজ্ঞপ্তি জারি করতে হবে। যারা এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তাদের কঠোর শাস্তির দাবিও করা হয়েছে।

এদিকে ইমেলের কথা জানার পরেই সতর্ক হয়ে যায় মুম্বই পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চলে। তবে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এএনআই সূত্রে খবর।

তবে, এএনআই সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর মাসে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধরনের হুমকি ফোন এসেছিল। টার্মিনাল ২ উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ফোন দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তেমন কিছু পাওয়া যায়নি। ফের একই ঘটনা এবার ব্যাঙ্কে। এবার প্রশ্ন মেলটা করল কে?