Lt Col Karanbir Singh Natt: লড়াই শেষ, মৃত্যু বীর সেনা অফিসারের, জঙ্গি মোকাবিলায় আহত হয়ে ৮ বছর ছিলেন কোমায়

লেফটেনান্ট কর্নেল করণবীর সিং নাট। গত আট বছর ধরে তিনি কোমাতে ছিলেন। কাশ্মীরের কুপাওয়ারাতে জঙ্গি মোকাবিলা করতে গিয়ে মারাত্মক জখম হয়েছিলেন তিনি। সেটা ২০১৫ সালের ঘটনা। এরপর থেকে তিনি কোমাতে চলে যান। জলন্ধরের মিলিটারি হাসপাতালে শনিবার মৃত্যু হয়েছে তাঁর।

ব্রিগেডিয়ার বিএ ধীলন( অবসরপ্রাপ্ত) ডিরেক্টর সৈনিক ওয়েলফেয়ার পঞ্জাব লেফটেনান্ট কর্নেল নাটের মৃত্যুর খবর জানিয়েছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ১৬০ টেরিটোরিয়াল আর্মি ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসাবে ছিলেন লেফটেনান্ট কর্নেল নাট। ২০১৫ সালের নভেম্বর মাসে জঙ্গিরা লুকিয়েছিল একটি গ্রামে। কুপওয়ারার কাছে সেই গ্রামে অপারেশন চালায় তাঁর নেতৃত্বে বাহিনী। আর তখনই জখম হন তিনি।

তিনি রেজিমেন্টে ছিলেন ১৪ বছর। তারপর সর্ট সার্ভিস কমিশন অফিসার হিসাবে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দেন। ২৫ নভেম্বরের ওই হামলায় চোয়ালে মারাত্মক আঘাত পান তিনি। তাকে নিশানা করে গুলি চালিয়েছিল জঙ্গিরা। তাকে একাধিক অপারেশন করে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু লড়াই শেষ হয়ে গেল।

সব চিকিৎসাকে ব্যর্থ করে চলে গেলেন বীর সেনা অফিসার। তবে জঙ্গি দমনে অকুতোভয় ছিলেন তিনি। অত্যন্ত সাহসী অফিসার ছিলেন। তাঁর স্ত্রী নবপ্রীত কউর ও কন্যারা রয়েছেন। তিনি আসলে ধাদিয়ালা নাট গ্রামের বাসিন্দা। তাঁর প্রয়াণে শোকের ছায়া পরিবারে।