TMC Protest: সুকান্তের মন্তব্যের প্রতিবাদ, আজ ফুটবল নিয়ে পথে নামছে তৃণমূল, শাহরও ক্ষমা দাবি

স্বামীজিকে অপমানের অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। তাঁর মন্তব্যের প্রতিবাদে আজ ফুটবল নিয়ে পথে নামছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, সুকান্তের মন্তব্যে বিবেকান্দকে অপমান করা হয়েছে। আজ তাতে প্রলেপ দেওয়ার চেষ্টা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই পাল্টা হিসাবে ফুটবল নিয়ে পথে নামছে তৃণমূল। তাদের দাবি, প্রকাশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে প্রতিটি ব্লকে। উত্তর কলকাতার সিমলায় স্বামীজির বাড়ির সামনে তাঁর মূর্তিতে মালা দিয়ে এই র্কমসূচি শুরু হবে। এই কর্মসূচিতে হাজির থাকবেন সমস্ত নেতামন্ত্রী, বিধায়ক ও সাংসদরা। ব্লকে ব্লকে স্বামীজির ছবিতে মালা দিয়ে এই কর্মসূচি শুরু হবে বলে জানা গিয়েছে।

(পড়ুন। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন রাজ্যপাল, বেআইনি সমাবর্তন নিয়ে মামলার উদ্যোগ)

সোমবার এক্স হ্যান্ডেলে তৃণমূল পোস্ট করে, বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বারবার আসার কারণ স্পষ্ট হয়ে গিয়েছে। স্বামী বিবেকানন্দকে অপমান করে সুকান্ত মজুমদার যে ক্ষতি বাংলার করেছেন, তাতেই প্রলেপ দিতে আসছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বরং তাঁর রাজ‌্য সভাপতির এই মন্তব্যের জন‌্য প্রকাশ্যে ক্ষমা চান। একইসঙ্গে তিনি প্রকাশ্যে অবস্থান স্পষ্ট করে জানান, তাঁর দল কি বারবার বাংলার মনীষীদের অপমান করতেই চান? মানুষ জবাব চায়, কোনও রাজনৈতিক নাটক দেখতে চায় না।’

প্রসঙ্গত, ব্রিগেডে গীতাপাঠ কর্মসূচি চলাকালীন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘যাঁরা বলেন গীতাপাঠ অপেক্ষায় ফুটবল খেলা ভাল, তাঁরা আসলে বামপন্থী প্রোডাক্ত।’ তাঁর এই মন্তব্য পর নিন্দা ঝড় বইতে শুরু করে। তৃণমূলের দাবি করে, সুকান্তকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।