South Africa Captain Temba Bavuma Limps Off Field With Hamstring Strain On Day 1 Get To Know

সেঞ্চুরিয়ন: বিশ্বকাপে তিনি অধিনায়ক ছিলেন। কিন্তু সেখানে সবচেয়ে বেশি প্রোটিয়া শিবিরে ট্রোলের শিকার হতে হয়েছিল তাঁকেই। তাঁর উচ্চতা নিয়ে সোশ্য়াল মিডিয়ায় এমনিতেই সবসময় ট্রোল করা হয়। তার ওপর বিশ্বকাপে ১০ দলের অধিনায়কদের মধ্যে সবচেয়ে খারাপ পারফরম্যান্স তাঁরই ছিল। টি-টোয়েন্টি (T20 Series) ও ওয়ান ডে স্কোয়াডেও ছিলেন না বাভুমা (Temba Bavuma)। এবার টেস্টের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন ভারতের বিরুদ্ধে। কিন্তু সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষ হওয়ার আগেই পেশিতে টান লেগে মাঠ ছাড়লেন তেম্বা। সূত্রের খবর, তাঁর হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। তবে কি একেবারে আনফিট একজনকেই প্রোটিয়া ম্যানেজমেন্ট ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে? সোশ্যাল মিডিয়ায় এবার ফের ট্রোলের শিকার হতে হচ্ছে তেম্বাকে। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা। রোহিতদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। প্রথম সেশনের ২০ তম ওভারে মার্কো ইয়েনসের অফস্ট্যাম্পের বাইরে বলে বাউন্ডারির জন্য শট খেলেছিলেন বিরাট কোহলি। সেই সময় কভারের ওপর দিয়ে দৌড়ে বলটিকে আটকানোর চেষ্টা করছিলেন তেম্বা। সেই চেষ্টায় সফলও হন তিনি। বল ধরে উইকেট কিপারের হাতে পৌঁছে দিলেও সঙ্গে সঙ্গেই নিজে মাঠে পড়ে যান। পরে ফিজিও এসে কিছুক্ষণ মাঠে প্রাথমিক চিকিৎসা চলে তাঁর। যদিও তাতে কাজের কাজ কিছুই হয়নি। এরপর ফিজির সঙ্গেই খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক।

প্রথম টেস্ট ম্যাচের সিংহভাগ দিনেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে বলে আগেভাগেই জানানো হয়েছিল। ম্যাচের প্রথম দিনে তো বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এদিন ভিজে আউটফিল্ডের জন্য ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা না গেলেও, মাত্র আধ ঘণ্টা সময় নষ্ট হয়। ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয় ভারত। মেঘলা আকাশ ফাস্ট বোলিং সহায়ক হবে, এই আশাতেই প্রথম বল করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।

ম্যাচে ভারতীয় দলের একাদশ কেমন হতে পারে, সেই নিয়ে জল্পনা ছিলই। শেষমেশ চার ফাস্ট বোলার এবং একজন স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চোটের কবলে থাকা মহম্মদ শামির বদলে নিজের টেস্ট অভিষেক ঘটানোর সুযোগ পান প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচের দিন সকালে রবীন্দ্র জাডেজা ব্যাক স্প্যাজ়মে ভোগায় দলের একমাত্র স্পিনার হিসাবে খেলার সুযোগ পান আর অশ্বিন।